অনিয়মিত ছারফ। সারণি-৭

বাংলা অর্থবর্তমানঅতীত কালরুট বর্ণ
জীবন দান করাيُحْيِيأَحْيَاح ي ي
গোপন করাيُخْفِيأَخْفَىخ ف ي
নিক্ষেপ করা / ছুঁড়ে দেওয়াيُلْقِيأَلْقَىل ق ي
উদ্ধার করা / রক্ষা করাيُنْجِيأَنْجَىن ج و
কষ্ট দেওয়া / ক্ষতি করাيُؤْذِيآذَىأ ذ ي
জানতে পারাيُدْرِيأَدْرَىد ر ي
ধনী করা / সমৃদ্ধ করাيُغْنِيأَغْنَىغ ن ي
ওহী করা / অনুপ্রাণিত করাيُوحِيأَوْحَىو ح ي
দেখানোيُرِيأَرَىر أ ي
পূর্ণ করা / পরিপূর্ণভাবে পালন করাيُوفِيأَوْفَىو ف ي
দৃঢ়ভাবে বিশ্বাস করাيُوقِنُأَيْقَنَي ق ن
বিশ্বাস করা / নিরাপদ করাيُؤْمِنُآمَنَأ م ن
দান করা / দেওয়াيُؤْتِيآتَىأ ت ي

ফি’লগুলো মুখস্থ হয়েছে কিনা যাচাই করুন

أَحْيَا – يُحْيِي অর্থ কী ?

জীবন দান করা

أَخْفَى – يُخْفِي অর্থ কী ?

গোপন করা

أَلْقَى – يُلْقِي অর্থ কী ?

নিক্ষেপ করা / ছুঁড়ে দেওয়া

أَنْجَى – يُنْجِي অর্থ কী ?

উদ্ধার করা / রক্ষা করা

آذَى – يُؤْذِي অর্থ কী ?

কষ্ট দেওয়া / ক্ষতি করা

أَدْرَى – يُدْرِي অর্থ কী ?

জানতে পারা

أَغْنَى – يُغْنِي অর্থ কী ?

ধনী করা / সমৃদ্ধ করা

أَوْحَى – يُوحِي অর্থ কী ?

ওহী করা / অনুপ্রাণিত করা

أَرَى – يُرِي অর্থ কী ?

দেখানো

أَوْفَى – يُوفِي অর্থ কী ?

পূর্ণ করা / পরিপূর্ণভাবে পালন করা

أَيْقَنَ – يُوقِنُ অর্থ কী ?

দৃঢ়ভাবে বিশ্বাস করা

آمَنَ – يُؤْمِنُ অর্থ কী ?

বিশ্বাস করা / নিরাপদ করা

آتَى – يُؤْتِي অর্থ কী ?

দান করা / দেওয়া

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

error: Content is protected !!
Scroll to Top