লাইট হারফ
আরবি ভাষায় Imperfect /বর্তমান বা ভবিষ্যত কালের ফি’লের আগে কিছু অব্যয়/বর্ণ এসে সেই ফি’লের স্ট্যাটাসকে লাইট (মানসুব) ফর্মে পরিবর্তিত করে দেয়, এরকম হারফকে, লাইট হারফ (الحروف الناصبة للمضارع ) বলা হয়।পবিত্র কুরআনুল কারীমে নিম্নলিখিত লাইট হারফের ব্যবহার দেখা যায় :
উদাহরণ | অর্থ | লাইট হারফ |
أَنْ يَنْصُرَ সাহায্য করতে | to/that -প্রতি/যে | أَنْ |
لَنْ يَنْصُرَ সে সাহায্য করবেনা | will not-না (ভবিষ্যত) | لَنْ |
لِكَيْ يَنْصُرَ যাতে সে সাহায্য করে | so that/in order to-যাতে | لِكَيْ/لِ/كَيْ |
إِذًا يَنْصُرَ সেক্ষেত্রে সে সাহায্য করবে | in that case-সেক্ষেত্রে | إِذًا |
حَتَّى يَنْصُرَ যতক্ষণ পর্যন্ত না সে সাহায্য করে | until -যতক্ষণ পর্যন্ত না | حَتَّى |
উদাহরণ | অর্থ | লাইটেস্ট হারফ |
إِنْ يَنْصُرْ যদি সে সাহায্য করে | if -যদি | إِنْ |
لَمْ يَنْصُرْ সে সাহায্য করেনি | did not -না (অতীতে) | لَمْ |
لَمَّا يَنْصُرْ সে এখনো সাহায্য করেনি | not yet -এখনো নয় | لَمَّا |
وَلْ يَنْصُرْ অতএব তার সাহায্য করা উচিত | and should-অতএব উচিত | وَلْ |
فَلْ يَنْصُرْ তাহলে তার সাহায্য করা উচিত | so should তাহলে উচিত | فَلْ |
لِ يَنْصُرْ তার সাহায্য করা উচিত | should উচিত | لِ |