বিবিধ প্যাটার্ন
আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এগুলি ছাড়াও আরও কিছু প্যাটার্ন থাকতে পারে যা বিবিধ প্যাটার্নের আওতায় আনা হয়েছে। যেহেতু এই প্যাটার্নের ব্যবহার তুলনামূলকভাবে কম তাই এগুলো আলাদাভাবে না দেখিয়ে একটি পোস্টে দেখানো হয়েছে।
বিবিধ প্যাটার্ন -১ : : ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + ফা’ইল + মাফ’উল
| মাফ’উল | ফা’ইল | মুতাআল্লিক বিল ফি’ল | ফি’ল |
|---|---|---|---|
| أَعْمَالَهُمْ | الشَّيْطَانُ | لَهُمُ | زَيَّنَ |
| তাদের কার্যকলাপকে | শয়তান | তাদের কাছে | সুদৃশ্য করে দিল |
| حُكْمًا | رَبِّي | لِي | وَهَبَ |
| প্রজ্ঞা | আমার প্রভু | আমাকে | দান করেছেন |
বিবিধ প্যাটার্ন -২ : (ফি’ল+মাফউলুন বিহি) + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল
| মাফ’উল | মুতাআল্লিক বিল ফি’ল | (ফি’ল+মাফউলুন বিহি) |
|---|---|---|
| آيَةً | لِلنَّاسِ | جَعَلْنَاهُمْ |
| এক নিদর্শন | মানুষের জন্য | আমরা তাদেরকে বানিয়েছি |
| سَوَاءً | لِلنَّاسِ | جَعَلْنَاهُ |
| সমানভাবে | মানুষের জন্য | আমরা এটাকে বানিয়েছি |
| قَبْضًا يَسِيرًا | إِلَيْنَا | قَبَضْنَاهُ |
| ধীরেভাবে গুটিয়ে | আমাদের দিকে | আমরা একে এনেছি |
| إِمَامًا | لِلْمُتَّقِينَ | اجْعَلْنَا |
| আদর্শস্বরূপ | মুত্তাকীদের জন্যে | (তুমি) আমাদেরকে বানাও |
বিবিধ প্যাটার্ন -৩ : (ফি’ল+মাফউলুন বিহি) + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল
| মুতাআল্লিক বিল ফি’ল | ফা’ইল | (ফি’ল+মাফউলুন বিহি) |
|---|---|---|
| عَنِّي | عِبَادِي | سَأَلَكَ |
| আমার ব্যাপারে | আমার বান্দারা | তোমার কাছে জিজ্ঞেস করে |
| عَنْهَا | الشَّيْطَانُ | أَزَلَّهُمَا |
| ওখান থেকে | শয়তান | তাদের উভয়কে পদস্খলিত করেছিল |
| بِالْحَقِّ | الصَّيْحَةُ | أَخَذَتْهُمُ |
| সঙ্গতভাবেই | এক মহাগর্জন | তাদেরকে পাকড়াও করল |
| بِكُفْرِهِمْ | اللَّهُ | لَّعَنَهُمُ |
| তাদের কুফরের কারণে | আল্লাহ | অভিসম্পাত করেছেন |
বিবিধ প্যাটার্ন -৪ : (ফি’ল+মাফউলুন বিহি) + ফা’ইল
| ফা’ইল | ফি’ল+মাফ’উলুন বিহি |
|---|---|
| رَسُولٌ | جَاءَكُمْ |
| একজন রসূল | তোমাদের কাছে এসেছিলো |
| الْجَاهِلُونَ | خَاطَبَهُمُ |
| মুর্খরা | তাদের সাথে কথা বলতে থাকে |
| جُنُودٌ | جَاءَتْكُمْ |
| শত্রুবাহিনী | তোমাদের কাছে এসেছিলো |
বিবিধ প্যাটার্ন-৫ : (ফি’ল+মাফউলুন বিহি) + মাফউল + মুতাআল্লিক বিল ফি’ল
| মুতাআল্লিক বিল ফি’ল | মাফ’উল | (ফি’ল+মাফ’উলুন বিহি) |
|---|---|---|
| لِّبَنِي إِسْرَائِيلَ | هُدًى | جَعَلْنَاهُ |
| বনী-ইসরাঈলের জন্যে | পথনির্দেশক | আমরা সেটিকে বানিয়েছি |
| لِّبَنِي إِسْرَائِيلَ | مَثَلًا | جَعَلْنَاهُ |
| বনী-ইসরাঈলের জন্যে | আদর্শস্বরূপ | আমরা তাঁকে বানিয়েছি |
| لِّلْآخِرِينَ | سَلَفًا وَمَثَلًا | جَعَلْنَاهُمْ |
| পরবর্তীদের জন্য | এক অতীত ইতিহাস ও দৃষ্টান্ত | আমরা তাদের বানিয়েছি |
বিবিধ প্যাটার্ন-৬ : ফি’ল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল
| মাফউল | মুতাআল্লিক বিল ফি’ল | মাফউল | ফি’ল |
|---|---|---|---|
| دَلِيلًا | عَلَيْهِ | الشَّمْسَ | جَعَلْنَا |
| নির্দেশক | এর | সূর্যকে | আমরা বানিয়েছি |
