ক্রিয়াবাচক বাক্যের বিবিধ প্যাটার্ন

বিবিধ প্যাটার্ন

আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এগুলি ছাড়াও আরও কিছু প্যাটার্ন থাকতে পারে যা বিবিধ প্যাটার্নের আওতায় আনা হয়েছে। যেহেতু এই প্যাটার্নের ব্যবহার তুলনামূলকভাবে কম তাই এগুলো আলাদাভাবে না দেখিয়ে একটি পোস্টে দেখানো হয়েছে।

বিবিধ প্যাটার্ন -১ : : ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + ফা’ইল + মাফ’উল

মাফ’উলফা’ইলমুতাআল্লিক বিল ফি’লফি’ল
أَعْمَالَهُمْالشَّيْطَانُلَهُمُزَيَّنَ
তাদের কার্যকলাপকেশয়তানতাদের কাছেসুদৃশ্য করে দিল
حُكْمًارَبِّيلِي وَهَبَ
প্রজ্ঞাআমার প্রভুআমাকেদান করেছেন

বিবিধ প্যাটার্ন -২ : (ফি’ল+মাফউলুন বিহি) + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল

মাফ’উলমুতাআল্লিক বিল ফি’ল(ফি’ল+মাফউলুন বিহি)
آيَةًلِلنَّاسِجَعَلْنَاهُمْ
এক নিদর্শনমানুষের জন্যআমরা তাদেরকে বানিয়েছি
سَوَاءًلِلنَّاسِ جَعَلْنَاهُ
সমানভাবেমানুষের জন্যআমরা এটাকে বানিয়েছি
قَبْضًا يَسِيرًاإِلَيْنَاقَبَضْنَاهُ
ধীরেভাবে গুটিয়েআমাদের দিকেআমরা একে এনেছি
إِمَامًالِلْمُتَّقِينَاجْعَلْنَا
আদর্শস্বরূপমুত্তাকীদের জন্যে(তুমি) আমাদেরকে বানাও

বিবিধ প্যাটার্ন -৩ : (ফি’ল+মাফউলুন বিহি) + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফা’ইল(ফি’ল+মাফউলুন বিহি)
عَنِّيعِبَادِيسَأَلَكَ
আমার ব্যাপারেআমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করে
عَنْهَاالشَّيْطَانُأَزَلَّهُمَا
ওখান থেকেশয়তানতাদের উভয়কে পদস্খলিত করেছিল
بِالْحَقِّالصَّيْحَةُأَخَذَتْهُمُ 
সঙ্গতভাবেইএক মহাগর্জন তাদেরকে পাকড়াও করল
بِكُفْرِهِمْاللَّهُلَّعَنَهُمُ
তাদের কুফরের কারণেআল্লাহ অভিসম্পাত করেছেন

বিবিধ প্যাটার্ন -৪ : (ফি’ল+মাফউলুন বিহি) + ফা’ইল

ফা’ইলফি’ল+মাফ’উলুন বিহি
رَسُولٌجَاءَكُمْ
একজন রসূলতোমাদের কাছে এসেছিলো
الْجَاهِلُونَخَاطَبَهُمُ 
মুর্খরাতাদের সাথে কথা বলতে থাকে
جُنُودٌجَاءَتْكُمْ 
শত্রুবাহিনীতোমাদের কাছে এসেছিলো

বিবিধ প্যাটার্ন-৫ : (ফি’ল+মাফউলুন বিহি) + মাফউল + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উল(ফি’ল+মাফ’উলুন বিহি)
لِّبَنِي إِسْرَائِيلَهُدًىجَعَلْنَاهُ
বনী-ইসরাঈলের জন্যেপথনির্দেশকআমরা সেটিকে বানিয়েছি
لِّبَنِي إِسْرَائِيلَمَثَلًاجَعَلْنَاهُ
বনী-ইসরাঈলের জন্যেআদর্শস্বরূপ আমরা তাঁকে বানিয়েছি
لِّلْآخِرِينَسَلَفًا وَمَثَلًاجَعَلْنَاهُمْ
পরবর্তীদের জন্যএক অতীত ইতিহাস ও দৃষ্টান্তআমরা তাদের বানিয়েছি

বিবিধ প্যাটার্ন-৬ : ফি’ল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল

মাফউলমুতাআল্লিক বিল ফি’লমাফউলফি’ল
دَلِيلًاعَلَيْهِالشَّمْسَجَعَلْنَا
নির্দেশকএরসূর্যকেআমরা বানিয়েছি
Scroll to Top