آيَاتٍ بَيِّنَاتٍ | إِلَيْكَ | أَنْزَلْنَا | إِنَّا |
সুস্পষ্ট আয়াতসমূহ | তোমার কাছে | আমরা নাযিল করেছি | নিশ্চয়ই আমরা |
مَاءً | مِنَ السَّمَاءِ | أَنزَلَ | إِنَّهُ |
পানি | আকাশ থেকে | তিনি বর্ষণ করেছেন | নিশ্চয়ই তিনি |
الْغَمَامَ | عَلَيْكُمُ | ظَلَّلْنَا | إِنَّا |
মেঘ দিয়ে | তোমাদের উপরে | আমরা আচ্ছাদন করেছিলাম | নিশ্চয়ই আমরা |
بَشَرًا | مِنَ الْمَاءِ | خَلَقَ | إِنَّهُ |
মানুষকে | পানি থেকে | তিনি সৃষ্টি করেছেন | নিশ্চয়ই তিনি |
كُلَّ شَيْءٍ حَيٍّ | مِنَ الْمَاءِ | جَعَلْنَا | إِنَّا |
প্রাণবন্ত সবকিছু | পানি থেকে | আমরা বানিয়েছি | নিশ্চয়ই আমরা |
آلِهَةً | مِن دُونِهِ | اتَّخَذُوا | إِنَّهُمْ |
অন্য উপাস্যদের | তাঁকে ছেড়ে দিয়ে | তারা গ্রহণ করেছে | নিশ্চয়ই তারা |
أَوْلِيَاءَ | مِن دُونِهِ | اتَّخَذُوا | إِنَّهُمْ |
অন্যান্য অভিভাবক | তাঁকে বাদ দিয়ে | তারা গ্রহণ করেছে | নিশ্চয়ই তারা |
الْأَمْثَالَ | لَكَ | ضَرَبُوا | إِنَّهُمْ |
উপমা | আপনার জন্যে | তারা উপস্থাপন করেছে | নিশ্চয়ই তারা |
أَخَاهُ هَارُونَ وَزِيرًا | مَعَهُ | جَعَلْنَا | إِنَّا |
তাঁর ভাই হারুনকে সাহায্যকারী | তাঁর সাথে | আমরা বানিয়েছি | নিশ্চয়ই আমরা |
الْأَمْثَالَ | لَكُمُ | ضَرَبْنَا | إِنَّا |
উপমা | তোমাদের কাছে | আমরা পেশ করেছি | নিশ্চয়ই আমরা |
هَوْنًا | عَلَى الْأَرْضِ | يَمْشُونَ | إِنَّهُمْ |
নম্রভাবে | পৃথিবীতে | তারা চলাফেরা করে | নিশ্চয়ই তারা |
بُرُوجًا | فِي السَّمَاءِ | جَعَلَ | إِنَّهُ |
দুর্গ | আকাশে | তিনি বানিয়েছেন | নিশ্চয়ই তিনি |
سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا | فِيهَا | جَعَلَ | إِنَّهُ |
সূর্য ও দীপ্তিময় চন্দ্র | সেখানে | তিনি বানিয়েছেন | নিশ্চয়ই তিনি |
عَذَابًا أَلِيمًا | لِلظَّالِمِينَ | أَعْتَدْنَا | إِنَّا |
যন্ত্রণাদায়ক শাস্তি | জালিমদের জন্য | আমরা তৈরি করেছি | নিশ্চয়ই আমরা |
سُجَّدًا وَقِيَامًا | لِرَبِّهِمْ | يَبِيتُونَ | إِنَّهُمْ |
সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে | তাদের প্রভুর জন্য | তারা রাত্রি যাপন করে | নিশ্চয়ই তারা |
أَئِمَّةً | مِنْهُمْ | جَعَلْنَا | إِنَّا |
নেতা | তাদের থেকে | আমরা বানিয়েছিলাম | নিশ্চয়ই আমরা |
عَذَابَ جَهَنَّمَ | عَنَّا | اصْرِفْ | إِنَّكَ |
জাহান্নামের শাস্তি | আমাদের কাছ থেকে | তুমি হটিয়ে দাও | নিশ্চয়ই তুমি |
الطُّورَ | فَوْقَكُمُ | رَفَعْنَا | إِنَّا |
তুর পর্বতকে | তোমাদের উপরে | আমরা তুলে ধরেছিলাম | নিশ্চয়ই আমরা |
مِيثَاقَهُمْ | مِنَ النَّبِيِّينَ | أَخَذْنَا | إِنَّا |
তাঁদের অঙ্গীকার | নবীদের থেকে | আমরা নিয়েছিলাম | নিশ্চয়ই আমরা |
حَاصِبًا | عَلَيْهِمْ | أَرْسَلْنَا | إِنَّا |
প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু | তাদের উপর | আমরা পাঠালাম | নিশ্চয়ই আমরা |
جَهَنَّمَ | لَهُمْ | أَعَدَّ | إِنَّهُ |
জাহান্নাম | তাদের জন্য | তিনি তৈরি করেছেন | নিশ্চয়ই তিনি |
رَحْمَةً | بِكُمْ | أَرَادَ | إِنَّهُ |
অনুগ্রহ | তোমাদের জন্য | তিনি ইচ্ছা করেছেন | নিশ্চয়ই তিনি |