প্যাটার্ন-১ : মুবতাদা + খবর
এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে দুইটি অংশ থাকবে যথা মুবতাদা ও খবর। মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও ও হতে পারে। একইভাবে খবর একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও ও হতে পারে।সাধারণত ছোট ছোট জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য তৈরিতে এই প্যাটার্ন ব্যবহৃত হয়।
পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ
নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :
| বাংলা অর্থ | খবর | মুবতাদা |
|---|---|---|
| আল্লাহ অমুখাপেক্ষী | الصَّمَدُ | اللَّهُ |
| নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী | سَمِيعُ الدُّعَاءِ | إِنَّكَ |
| আল্লাহ্ তাদের উভয়ের অভিভাবক | وَلِيُّهُمَا | اللَّهُ |
| মুহাম্মদ আল্লাহ্র রসূল | رَّسُولُ اللَّهِ | مُّحَمَّدٌ |
| নিঃসন্দেহে আল্লাহ্ তোমার জন্য যথেষ্ট | اللَّهُ | إِنَّ حَسْبَكَ |
| নিশ্চয় এটি একটি চক্রান্ত | لَمَكْرٌ | إِنَّ هَٰذَا |
| তার আশ্রয় হল জাহান্নাম | جَهَنَّمُ | مَأْوَاهُ |
| অবিশ্বাসীদের পরিণাম হচ্ছে আগুন | النَّارُ | عُقْبَى الْكَافِرِينَ |
| সে সৎকর্মশীল | مُحْسِنٌ | هُوَ |
| তিনি একমাত্র উপাস্য | إِلَٰهٌ وَاحِدٌ | هُوَ |
| তিনি সাহায্যকারীদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ النَّاصِرِينَ | هُوَ |
| তিনি মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠ | خَيْرُ الْفَاصِلِينَ | هُوَ |
| তিনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ | خَيْرُ الْحَاكِمِينَ | هُوَ |
| এটা মহান কোরআন | قُرْآنٌ مَّجِيدٌ | هُوَ |
| তারা হেদায়েত প্রাপ্ত | الْمُهْتَدُونَ | هُمُ |
| তারা সৃষ্টজগতের মধ্যে শ্রেষ্ঠতম | خَيْرُ الْبَرِيَّةِ | هُمْ |
| তারা বিজয়ী | الْغَالِبُونَ | هُمُ |
| তারা যেন সুরক্ষিত মুক্তো | لُؤْلُؤٌ مَّكْنُونٌ | كَأَنَّهُمْ |
| তুমি রিযিকদাতাদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ الرَّازِقِينَ | أَنتَ |
| তুমি পরিত্রাণকারীদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ الْغَافِرِينَ | أَنتَ |
| তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ | خَيْرُ الْوَارِثِينَ | أَنتَ |
| তুমি করুণাময়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ | خَيْرُ الرَّاحِمِينَ | أَنتَ |
| তোমরা অন্যায়কারী | ظَالِمُونَ | أَنتُمْ |
| আমরা শান্তিকামী | مُصْلِحُونَ | نَحْنُ |
| এটা হলো সরল পথ | صِرَاطٌ مُّسْتَقِيمٌ | هَٰذَا |
| এটা একটি স্পষ্ট অপবাদ | إِفْكٌ مُّبِينٌ | هَٰذَا |
| এটা একটি গুরুতর অপবাদ | بُهْتَانٌ عَظِيمٌ | هَٰذَا |
| নিঃসন্দেহে এ একজন বিজ্ঞ জাদুকর | لَسَاحِرٌ عَلِيمٌ | إِنَّ هَٰذَا |
| এটাই বিরাট সাফল্য | الْفَوْزُ الْكَبِيرُ | ذَٰلِكَ |
| এটি হল কাফেরদের কর্মফল | جَزَاءُ الْكَافِرِينَ | ذَٰلِكَ |
| এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম | الدِّينُ الْقَيِّمُ | ذَٰلِكَ |
| এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু | مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا | ذَٰلِكَ |
| এ হচ্ছে আল্লাহ্র সীমা | حُدُودُ اللَّهِ | تِلْكَ |
| এগুলো হচ্ছে আল্লাহ্র বাণী | آيَاتُ اللَّهِ | تِلْكَ |
| এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত | آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ | تِلْكَ |
| তারা হচ্ছে বেহেশতের বাসিন্দা | أَصْحَابُ الْجَنَّةِ | أُولَٰئِكَ |
| তারা হচ্ছে আগুনের বাসিন্দা | أَصْحَابُ النَّارِ | أُولَٰئِكَ |
| তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা | أَصْحَابُ الْجَحِيمِ | أُولَٰئِكَ |
| তারা আল্লাহর দল | حِزْبُ اللَّهِ | أُولَٰئِكَ |
| তারা শয়তানের দল | حِزْبُ الشَّيْطَانِ | أُولَٰئِكَ |
| আল্লাহ্ পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ الْمَاكِرِينَ | اللَّهُ |
| আল্লাহ্ প্রতিফল দানে কঠোর | شَدِيدُ الْعِقَابِ | اللَّهُ |
| আল্লাহ্ বিপুল মহিমার অধিকারী | ذُو الْفَضْلِ الْعَظِيمِ | اللَّهُ |
| নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত | سَرِيعُ الْحِسَابِ | إِنَّ اللَّهَ |
| নিঃসন্দেহে আল্লাহ প্রতিফল দানে কঠোর | شَدِيدُ الْعِقَابِ | إِنَّ اللَّهَ |
| আল্লাহ্ অবশ্যই অবিশ্বাসীদের চক্রান্ত দুর্বলকারী | مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ | أَنَّ اللَّهَ |
| নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন | لَشَدِيدٌ | إِنَّ بَطْشَ رَبِّكَ |
| নিঃসন্দেহে হিদায়াত হলো আল্লাহর হিদায়াত | هُدَى اللَّهِ | إِنَّ الْهُدَىٰ |
| এটি নিশ্চয়ই বড় কঠিন | لَكَبِيرَةٌ | إِنَّهَا |
| তার ঠিকানা হবে হাবিয়া | هَاوِيَةٌ | أُمُّهُ |
| তাঁর মাতা একজন সত্যপরায়ণা নারী | صِدِّيقَةٌ | أُمُّهُ |

যারা মুবতাদা হতে পারে –
1। ইসম/বিযুক্ত সর্বনাম/ইসমুল ইশারা
2। মুদফ মুদফ-ইলাহি
3। মাওসুফ সিফাহ
4। ইসমুল ইশারা ও মুশারূন ইলাহি
5। হরফুন নসব ও ইহার ইসম
যারা খবর হতে পারে –
1। ইসম
2। মুদফ মুদফ-ইলাহি
3। মাওসুফ সিফাহ
4। ফিল (verb)
Excellent presentation. Zajakallahu khairan
Ma sha Allah. Unique teaching method. May Allah bless them.
Alhamdulillah. I have known from these examples.so, it is amazing.
Thank you so much for this.
!جزاك الله خير