অতীত কালের ফি’লের একটিভ থেকে প্যাসিভ করার নিয়ম

একটিভ থেকে প্যাসিভ ফর্মে নেয়ার সময় কী অপরিবর্তিত রাখবো

  • হরফগুলো অপরিবর্তিত রাখবো ;
  • শেষ হরফে হারকাতের মধ্যে কোনো পরিবর্তন আনবোনা;
  • কোনো হরফে জজম/সুকুন থাকলে অপরিবর্তিত রাখবো I

একটিভ থেকে প্যাসিভ ফর্মে নেয়ার সময় কী পরিবর্তন করবো

  • শেষ থেকে দ্বিতীয় হরফে জের/কাসরা হারকাত দিবো ;
  • প্রথম থেকে দ্বিতীয় শেষ হরফের আগে পর্যন্ত পেশ/দম্মাহ হবে (ব্যতিক্রম জজম/সুকুন থাকলে অপরিবর্তিত রাখবো)

নিম্নে প্রতিটা ফ্যামিলি থেকে একটি করে উদাহরণ দেয়া হলো :

অতীতকালফ্যামিলি 
প্যাসিভ ফর্ম একটিভ ফর্ম 
فُتِحَفَتَحَফ্যামিলি -১
ضُرِبَضَرَبَ
نُصِرَنَصَرَ
سُمِعَسَمِعَ
حُسِبَحَسِبَ
كَرُمَ
عُلِّمَ عَلَّمَফ্যামিলি -২ 
جُوْهِدَجَاهَدَফ্যামিলি -৩ 
أُسْلِمَأَسْلَمَফ্যামিলি -৪ 
تُعُلِّمَتَعَلَّمَফ্যামিলি -৫
تُسُوْءِلَتَسَاءَلَফ্যামিলি -৬ 
اِنْقَلَبَফ্যামিলি -৭ 
اُقْتُرِبَاِقْتَرَبَফ্যামিলি -৮ 
اُسْتُغْفِرَاِسْتَغْفَرَফ্যামিলি -১০ 



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!