একটিভ থেকে প্যাসিভ ফর্মে নেয়ার সময় কী অপরিবর্তিত রাখবো
- হরফগুলো অপরিবর্তিত রাখবো ;
- শেষ হরফে হারকাতের মধ্যে কোনো পরিবর্তন আনবোনা;
- কোনো হরফে জজম/সুকুন থাকলে অপরিবর্তিত রাখবো I
একটিভ থেকে প্যাসিভ ফর্মে নেয়ার সময় কী পরিবর্তন করবো
- প্রথম হরফে পেশ/দম্মাহ হবে (ফ্যামিলি ২ , ৩ ও ৪ এর ক্ষেত্রে পূর্ব থেকেই থাকে)
- দ্বিতীয় থেকে শেষ হরফের পূর্ব পর্যন্ত যবর/ফাতহা হবে (ব্যতিক্রম জজম/সুকুন থাকলে অপরিবর্তিত রাখবো)
নিম্নে প্রতিটা ফ্যামিলি থেকে একটি করে উদাহরণ দেয়া হলো :
অতীতকাল | ফ্যামিলি | |
প্যাসিভ ফর্ম | একটিভ ফর্ম | |
يُفْتَحُ | يَفْتَحُ | ফ্যামিলি -১ |
يُضْرَبُ | يَضْرِبُ | |
يُنْصَرُ | يَنْصُرُ | |
يُسْمَعُ | يَسْمَعُ | |
يُحْسَبُ | يَحْسِبُ | |
– | يَكْرُمُ | |
يُعَلَّمُ | يُعَلِّمُ | ফ্যামিলি -২ |
يُجَاهَدُ | يُجَاهِدُ | ফ্যামিলি -৩ |
يُسْلَمُ | يُسْلِمُ | ফ্যামিলি -৪ |
يُتَعَلَّمُ | يَتَعَلَّمُ | ফ্যামিলি -৫ |
يُتَسَاءَلُ | يَتَسَاءَلُ | ফ্যামিলি -৬ |
– | يَنْقَلِبُ | ফ্যামিলি -৭ |
يُقْتَرَبُ | يَقْتَرِبُ | ফ্যামিলি -৮ |
يُسْتَغْفَرُ | يَسْتَغْفِرُ | ফ্যামিলি -১০ |