মেন্টর–মেন্টি প্রোগ্রাম

📢 মেন্টর–মেন্টি প্রোগ্রাম সম্পর্কে ঘোষণা

আস্‌সালামু ‘আলাইকুম,

আমরা “মেন্টর–মেন্টি প্রোগ্রাম” চালু করার কথা ভাবছি।

🔹 মেন্টর / টিচিং অ্যাসিস্ট্যান্ট:
যারা অন্যদেরকে পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ বুঝতে সাহায্য করতে পারেন।

🔹 মেন্টি:
যাদের পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ বুঝতে আমাদের ক্লাসের বাইরেও অতিরিক্ত সহায়তা প্রয়োজন।

আমাদের কিছু শিক্ষার্থী  ভাই-বোন আছেন, যারা আরবি ব্যাকরণে যথেষ্ট অগ্রসর/advanced, আলহামদুলিল্লাহ। অন্যদিকে, অনেকেই আছেন যারা সহজ বিষয়ও বুঝতে কষ্ট পাচ্ছেন

আমরা যদি উভয় গ্রুপ থেকে আগ্রহীদের তালিকা তৈরি করে একটা সংযোগ করে দিতে পারি , তাহলে শেখার গতি ও মান অনেকটাই বৃদ্ধি পাবে, ইন শা আল্লাহ


📌 মেন্টর/মেন্টি হিসেবে যুক্ত হওয়ার শর্তাবলীঃ

✅ আপনি আমাদের বেসিক কোর্সটি সম্পন্ন করেছেন অথবা বর্তমানে করছেন

✅ এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী (ভলান্টারি) কার্যক্রম — কোনো পারিশ্রমিক নেই ।
✅ আলোচনার মূল বিষয়বস্তু হবে আরবি ব্যাকরণ ।
✅ কোনো আর্থিক লেনদেন, সাহায্য, ঋণ বা ব্যক্তিগত সম্পর্ক তৈরির চেষ্টা করা যাবেনা।
✅ একই লিঙ্গের (ভাই-ভাই / বোন-বোন) মধ্যে সংযোগ নিশ্চিত করা হবে । সংযোগের আগে আমাদের অ্যাডমিন টিম বিষয়টা যাচাই-বাছাই করবে।

✅ যদি উপরোক্ত কোনো কিছুর ব্যত্যয় ঘটে, আমাদেরকে রিপোর্ট করবেন।

🌟 মেন্টরদের জন্য বিশেষ অনুপ্রেরণা:

একজন মেন্টরের জন্য এটি একটি বড় সুযোগ — আপনি অন্যের জন্য উপকারের মাধ্যম হবেন, এবং এতে আপনার নিজের জ্ঞান আরও গভীর ও পাকাপোক্ত হবে, ইন শা আল্লাহ

📩 অংশগ্রহণে আগ্রহী হলে:

আপনি যদি মেন্টর অথবা মেন্টি হিসেবে অংশগ্রহণে আগ্রহী হন, তাহলে দয়া করে আমাদেরকে আপনার

  • নাম

  • মোবাইল নম্বর

  • ফেসবুক / লিংকডইন প্রোফাইল লিংক

ইত্যাদি তথ্য দিয়ে সহায়তা করুন।

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং এই উদ্যোগকে বরকতময় করুন।

1. 
আপনি কী হতে চান?

2. 
আপনি কী মেন্টর ও মেন্টির সকল শর্তাবলির সাথে একমত ? (Please tick all)

ইন শা আল্লাহ ! আপনার সাথে যোগাযোগ করা হবে ।

2 thoughts on “মেন্টর–মেন্টি প্রোগ্রাম”

  1. Shaikh Md. Kamal Uddin

    I think it is a delightful initiative. I hope people like me, who are comparatively weak and inattentive, will be benefited from it. إن شاء الله

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top