📢 মেন্টর–মেন্টি প্রোগ্রাম সম্পর্কে ঘোষণা
আস্সালামু ‘আলাইকুম,
আমরা “মেন্টর–মেন্টি প্রোগ্রাম” চালু করার কথা ভাবছি।
🔹 মেন্টর / টিচিং অ্যাসিস্ট্যান্ট:
যারা অন্যদেরকে পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ বুঝতে সাহায্য করতে পারেন।
🔹 মেন্টি:
যাদের পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ বুঝতে আমাদের ক্লাসের বাইরেও অতিরিক্ত সহায়তা প্রয়োজন।
আমাদের কিছু শিক্ষার্থী ভাই-বোন আছেন, যারা আরবি ব্যাকরণে যথেষ্ট অগ্রসর/advanced, আলহামদুলিল্লাহ। অন্যদিকে, অনেকেই আছেন যারা সহজ বিষয়ও বুঝতে কষ্ট পাচ্ছেন।
আমরা যদি উভয় গ্রুপ থেকে আগ্রহীদের তালিকা তৈরি করে একটা সংযোগ করে দিতে পারি , তাহলে শেখার গতি ও মান অনেকটাই বৃদ্ধি পাবে, ইন শা আল্লাহ।
📌 মেন্টর/মেন্টি হিসেবে যুক্ত হওয়ার শর্তাবলীঃ
✅ আপনি আমাদের বেসিক কোর্সটি সম্পন্ন করেছেন অথবা বর্তমানে করছেন।
✅ এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী (ভলান্টারি) কার্যক্রম — কোনো পারিশ্রমিক নেই ।
✅ আলোচনার মূল বিষয়বস্তু হবে আরবি ব্যাকরণ ।
✅ কোনো আর্থিক লেনদেন, সাহায্য, ঋণ বা ব্যক্তিগত সম্পর্ক তৈরির চেষ্টা করা যাবেনা।
✅ একই লিঙ্গের (ভাই-ভাই / বোন-বোন) মধ্যে সংযোগ নিশ্চিত করা হবে । সংযোগের আগে আমাদের অ্যাডমিন টিম বিষয়টা যাচাই-বাছাই করবে।
✅ যদি উপরোক্ত কোনো কিছুর ব্যত্যয় ঘটে, আমাদেরকে রিপোর্ট করবেন।
🌟 মেন্টরদের জন্য বিশেষ অনুপ্রেরণা:
একজন মেন্টরের জন্য এটি একটি বড় সুযোগ — আপনি অন্যের জন্য উপকারের মাধ্যম হবেন, এবং এতে আপনার নিজের জ্ঞান আরও গভীর ও পাকাপোক্ত হবে, ইন শা আল্লাহ।
📩 অংশগ্রহণে আগ্রহী হলে:
আপনি যদি মেন্টর অথবা মেন্টি হিসেবে অংশগ্রহণে আগ্রহী হন, তাহলে দয়া করে আমাদেরকে আপনার
ইত্যাদি তথ্য দিয়ে সহায়তা করুন।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং এই উদ্যোগকে বরকতময় করুন।
আমি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী
I think it is a delightful initiative. I hope people like me, who are comparatively weak and inattentive, will be benefited from it. إن شاء الله