1. এই নামমাত্র বাক্যে اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (আল্লাহ সর্ববিষয়ে অবহিত) খবর কোনটি ?
2. এই নামমাত্র বাক্যে إِنَّا لَهُ لَنَاصِحُونَ (নিঃসন্দেহে আমরা তার হিতাকাংখী) মুতাআল্লিক বিল খবর কোনটি ?
3. এই নামমাত্র বাক্যে إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পূর্ণ-ওয়াকিফহাল) কোন উপাদানটি নেই?
4. এই নামমাত্র বাক্যে إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً (নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে) ইসম ইন্না কোনটি ?
5. এই নামমাত্র বাক্যে لِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ (কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি) কোন উপাদানটি নেই?
6. এই নামমাত্র বাক্যে إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ (নিঃসন্দেহে আল্লাহর নিকট দ্বীন একমাত্র ইসলাম) মুবতাদা কোনটি?
7. এই নামমাত্র বাক্যে أُولَٰئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ (তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত) বাক্যের সবগুলো উপাদান নেই ।
8. এই নামমাত্র বাক্যে أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ (তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি) খবর কোনটি ?
9. এই নামমাত্র বাক্যে عِندَهُ أَجْرٌ عَظِيمٌ (তাঁর নিকট রয়েছে মহা সওয়াব) খবর কোনটি?
10. এই নামমাত্র বাক্যে إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ (নিঃসন্দেহে আমাদের প্রভুর কাছেই আমরা প্রত্যাবর্তনকারী) মুতাআল্লিক বিল খবর কোনটি ?
3 answer wrong
Alhumdulillah. I want to get explained about my mistakes in question no 4 & 8.
Jazakallahu Khairon
Alhamdulillah, 2 mistake occured!
I would like to ask about number 9 please.
Jajakumullahu khairan