কুরআনের ৬০.১% শব্দভাণ্ডার -ইসম ও হারফ

মোট পনেরোটি সারণি (টেবিল) রয়েছে। প্রতিটি সারণিতে প্রায় ২৬টি করে শব্দ আছে। সুতরাং সব মিলিয়ে মোট প্রায় ৩৯০টি শব্দ রয়েছে। যদি আপনি নিচের প্রথম ছয়টি সারণির শব্দগুলো মুখস্থ করতে পারেন, তাহলে আপনি পুরো কুরআনে ব্যবহৃত মোট শব্দের ৪১.১% আয়ত্তে আনতে পারবেন ইন শা আল্লাহ! আর যদি আপনি পনেরোটি সারণিই মুখস্থ করে ফেলেন, তাহলে আপনি কুরআনে ব্যবহৃত মোট শব্দের ৬০.১% আয়ত্তে আনতে সক্ষম হবেন ইন শা আল্লাহ !

উল্লেখ্য, সব সারণিতেই শুধুমাত্র ইসম (সর্বনাম, বিশেষ্য, বিশেষণ) ও হারফ (অব্যয়) রয়েছে — কোনো ফি’ল (ক্রিয়া) নেই। ফি’ল সংক্রান্ত শব্দসমূহ আলাদাভাবে পোস্ট করা হবে ইন শা আল্লাহ ।

সারণি-১

বাংলাআরবিবাংলাআরবি
এটি (পুং)هٰذَا(কোনো) ইলাহ নেইلَا إِلٰهَ
ঐটি (পুং)ذٰلِكَআল্লাহ ব্যতীতإِلَّا ٱللَّهَ
এটি (স্ত্রী)هٰذِهِকখনোই নাكَلَّا
ঐটি (স্ত্রী)تِلْكَকরবে না, কখনো না (ভবিষ্যতের জন্য)لَنْ
এগুলো (পুং/স্ত্রী)هٰؤُلَاءِকরেনি (অতীতের জন্য)لَمْ
সেটি (পুং)ذٰلِكُمْনাمَا
তারা (পুং/স্ত্রী)أُوۡلَٰئِكَনাلَيْسَ , لَيْسَتْ)
যে/যিনি (পুং)ٱلَّذِيহ্যাঁ, অবশ্যই; কেন নয়بَلَىٰ
যে/যিনি (স্ত্রী)ٱلَّتِيনা, ব্যতীতغَيْرُ
যারা (পুং)ٱلَّذِينَছাড়া, ব্যতীতدُونَ
এগুলো (বহুবচন)هٰذِهِব্যতীতإِلَّا
সেগুলো (বহুবচন)تِلْكَহ্যাঁنَعَمْ
যারা (বহুবচন)ٱلَّتِيসাবধান!; করো না…, করবে না…أَلَا

সারণি-২

বাংলাআরবিবাংলাআরবি
তার, তাকে (পুং)لَهُসে (পুং)هُوَ
তাদের, তাদেরকে (পুং)لَهُمْতারা (পুং)هُمْ
তোমার, তোমাকে (পুং)لَكَতুমি (পুং)أَنْتَ
তোমাদের, তোমাদেরকে (পুং)لَكُمْতোমরা (পুং)أَنْتُمْ
আমার, আমাকে (পুং/স্ত্রী)لِيআমি (পুং/স্ত্রী)أَنَا
আমাদের, আমাদেরকে (পুং/স্ত্রী)لَنَاআমরা (পুং/স্ত্রী)نَحْنُ
তার, তাকে (স্ত্রী)لَهَاসে (স্ত্রী)هِيَ
তাদের, তাদেরকে (স্ত্রী)لَهُنَّতারা (স্ত্রী)هُنَّ
তোমার, তুমি (স্ত্রী)لَكِতুমি (স্ত্রী)أَنْتِ
তোমাদের, তোমরা (স্ত্রী)لَكُنَّতোমরা (স্ত্রী)أَنْتُنَّ
তাদের, তাদেরকে (যুগল)لَهُمَاতারা (যুগল)هُمَا
তাদের, তাদেরকে (যুগল)لَهُمَاতারা দুজন (যুগল)هُمَا
তোমাদের, তোমরা দুজন (যুগল)لَكُمَاতোমরা দুজন (যুগল)أَنْتُمَا

সারণি-৩

বাংলাআরবিবাংলাআরবি
উপরেفَوْقَকী?, যাمَا
নিচেتَحْتَকে?, যেمَن
সামনেبَيْنَ أَيْدِيكُمْ, بَيْنَ يَدَيْকখন?, যখনمَتَى
পেছনে, পরেخَلْفَকোথায়?, সেখানেأَيْنَ
সামনেأَمَامَকিভাবে?, যেমনكَيْفَ
পিছনেوَرَاءَকতগুলো?كَمْ
ডান দিকে; শপথيَمِينٌ, أَيْمَانٌকোনটি? যা-ই হোক না কেনأَيٌّ
বাম দিকেشِمَالٌ, شَمَائِلُকোথা থেকে?, কীভাবে?أَنَّى
মাঝখানেبَيْنَকি? কি তা?مَاذَا
চারপাশেحَوْلَকেন?لِمَ, لِمَاذَا
যেখানে-সেখানেحَيْثُযদি না, কেন নয়لَوْلَا
যেখানে-সেখানেأَيْنَمَاকাদের জন্য?لِمَن
এখানে/সেখানেهُنَا / هُنَالِكَকি?أَ هَلْ

সারণি-৪

বাংলাআরবিবাংলাআরবি
মালিক, অধিকারী (পুং)ذُو، ذَا، ذِيআগেقَبْلَ
মালিক, অধিকারী (স্ত্রী)ذَاتُপরেبَعْدَ
মালিকগণ, অধিকারীগণأُوْلُوا، أُوْلِيَসময়, কালحِيْنَ
পরিবার; জনজাতিأَهْلُযখন (অতীতের জন্য)إِذْ
পরিবার; অনুসারীآلُযখন (ভবিষ্যতের জন্য)إِذَا
মহিমা হোক, দোষমুক্তسُبْحَانَতারপর, ফলেثُمَّ
কী চমৎকার!نِعْمَতখন, সুতরাংفَ
কত নিকৃষ্ট!بِئْسَবরং, তবেبَلْ
সন্দেহرَيْبٌনিকট, কাছেعِنْدَ، لَدَى، لَدُنْ
মন্দسُوْءٌ / سَوَاءٌঅবশ্যই যদিلَئِنْ
অনুরূপ, সদৃশمِثْلُকিছুই নয়… শুধুমাত্রإِنَّ … إِلَّا
উদাহরণ, সাদৃশ্যمَثَلٌ، أَمْثَالٌকিছুই নয়… শুধুমাত্রمَا … إِلَّا
তার চেয়ে যিনি; যাদের থেকেمِمَّنْ (مِنْ + مَنْ)যেন না; যাতে নাأَلَّا (أَنْ + لَا)

সারণি-৫

বাংলাআরবিবাংলাআরবি
যা দিয়ে; কেননাبِمَاসঙ্গে, মধ্যে, থেকেبِ
কী/যা সম্পর্কে; যা থেকে দূরেعَمَّاসম্পর্কেعَنْ
যার মধ্যেفِيمَاমধ্যেفِي
যেমনكَمَاযেমন, মতكَ
কী জন্য; যার জন্যلِمَاজন্যلِ، لَ
কোন্ কিছু থেকে; যা থেকেمِمَّاথেকেمِنْ
সম্পর্কেأَمَّاদিকে, প্রতিإِلَى
যদি; অথবাإِمَّاশপথ করেتَ
যেأَنَّمَاযতক্ষণ নাحَتَّى
শুধুমাত্রإِنَّمَاউপরعَلَى
যেনكَأَنَّمَاএবং; শপথ করেوَ
যখনইكُلَّمَاসঙ্গেمَعَ
যখন; এখনো নাلَمَّاহে!يَا، يَا أَيُّهَا

সারণি-৬

বাংলাআরবিবাংলাআরবি
নিশ্চয় (মা-যী فعل এর সঙ্গে)قَدْ (+فِعْلٌ)নিশ্চয়, সত্যিইإِنَّ
নিকট ভবিষ্যতের জন্যسَ (+فِعْلٌ)যেأَنَّ
ভবিষ্যতের জন্যسَوْفَ (+فِعْلٌ)যেনكَأَنَّ
নিশ্চিত হবে অর্থلَ (+فِعْلٌ+نَّ)কিন্তুلٰكِنَّ
অবশ্যই, ইতিমধ্যেইلَقَدْ (+فِعْلٌ)যেন, যাতেلَعَلَّ
অবশ্যইلَযেأَنَّ
যেন কেউ করুক (আদেশ সূচক)لِ، لْ (أمر)যদিإِنْ
জিনجِنٌّকেবলإِيَّا
বাহিনীجُنُودٌসম্ভবতعَسَى
মৃতمَيِّتٌ، مَوْتَىযদিلَوْ
মানবজাতিإِنسٌঅথবাأَوْ
কিছুبَعْضٌঅথবা ?أَمْ
সকলكُلُّনির্দিষ্ট কিছু বোঝাতেاَلْ

সারণি-৭

বাংলা আরবি বাংলা আরবি
পালনকর্তা, রবرَبٌّপ্রথমالأَوَّلُ
পরম দয়ালুالرَّحْمٰنُশেষالآخِرُ
দয়াময়الرَّحِيمُঅন্য (স্ত্রীলিঙ্গ)أُخْرَىٰ
শান্তিالسَّلَامُবিশ্বস্তالأَمِينُ
সব শোনেন যিনিالسَّمِيعُস্পষ্ট দেখেন যিনিالبَصِيرُ
কৃতজ্ঞالشَّكُورُদূরالبَعِيدُ
পরাক্রমশালীالعَزِيزُঅতিশয় ক্ষমাকারীالتَّوَّابُ
মহানالعَظِيمُসংরক্ষণকারীالحَفِيظُ
ক্ষমাশীলالغَفُورُপ্রজ্ঞাবান, জ্ঞানীالحَكِيمُ
সর্বশক্তিমানالقَدِيرُসহনশীলالحَلِيمُ
সতর্ককারীالنَّذِيرُ / نُذُرٌপ্রশংসনীয়الحَمِيدُ
শক্তিশালী সাহায্যকারীالنَّصِيرُঅন্তরঙ্গ বন্ধু; ফুটন্ত পানিالحَمِيمُ
তত্ত্বাবধায়কالوَكِيلُসবজান্তা; সম্যক অবগতالخَبِيرُ

সারণি-৮

বাংলাআরবিবাংলাআরবি
সর্বাধিক কঠিনأَشَدُّকঠিন, শক্তিশালীشَدِيدٌ
উচ্চতম, শ্রেষ্ঠأَعْلَىٰউচ্চ, মহানعَلِيٌّ
অধিক জ্ঞানী, সবজান্তাأَعْلَمُজ্ঞানীعَلِيمٌ
নিকটতমأَقْرَبُনিকটেقَرِيبٌ
বড়, সবচেয়ে বড়أَكْبَرُবড়كَبِيرٌ
অধিক, সবচেয়ে বেশিأَكْثَرُঅনেক, প্রচুরكَثِيرٌ
উত্তম, সবচেয়ে ভালোأَحْسَنُদ্রুত, তৎপরسَرِيعٌ
অধিক হকদারأَحَقُّপ্রবল, পরাক্রমশালীقَهَّارٌ
অধিক নিচু বা কাছেরأَدْنَىٰঅতিশয় ক্ষমাশীলغَفَّارٌ
সবচেয়ে জালিমأَظْلَمُঅল্পقَلِيلٌ
অধিক হেদায়েতপ্রাপ্তأَهْدَىٰসম্মানিত, উদারكَرِيمٌ
অধিক নিকটবর্তী, অধিক উপযুক্তأَوْلَىٰকোমল, সূক্ষ্মلَطِيفٌ
অধিক প্রিয়أَحَبُّদানকারীوَهَّابٌ

সারণি-৯

বাংলাআরবিবাংলাআরবি
রাসূলرَسُولٌ، رُسُلٌনিদর্শনآيَةٌ، آيَاتٌ
নবীنَبِيٌّপ্রমাণبَيِّنَةٌ، بَيِّنَاتٌ
নবীগণنَبِيُّونَ، نَبِيِّينَ، أَنْبِيَاءُগবাদি পশুأَنْعَامٌ
আদম, নূহ, ইব্রাহিমآدَمُ، نُوحٌ، إِبْرَاهِيمُপাহাড়جَبَلٌ، جِبَالٌ
লূত, ইসমাঈল, ইসহাকلُوطٌ، إِسْمَاعِيلُ، إِسْحَاقُসাগর/নদীبَحْرٌ
ইয়াকুব, ইউসুফيَعْقُوبُ، يُوسُفُসূর্যشَمْسٌ
হূদ, শুয়াইব, সালেহهُودٌ، شُعَيْبٌ، صَالِحٌচাঁদقَمَرٌ
মূসা, মারইয়াম পুত্র ঈসাمُوسَىٰ، عِيسَى ٱبْنُ مَرْيَمَরাতلَيْلٌ
হারূন, দাঊদ, সুলাইমানهَارُونُ، دَاوُدُ، سُلَيْمَانُদিনنَهَارٌ
আদ জাতিعَادٌপৃথিবীأَرْضٌ
সামূদ জাতিثَمُودُআকাশسَمَاءٌ، سَمَاوَاتٌ
ফিরআউন, হামান, কারুনفِرْعَوْنُ، هَامَانُ، قَارُونُসাতسَبْعٌ (سَبْعَةٌ)
শয়তানشَيْطَانٌ، شَيَاطِينُবাতাসرِيحٌ، رِيَاحٌ

সারণি-১০

বাংলাআরবিবাংলাআরবি
সাথী, সঙ্গীصَاحِبٌ، أَصْحَابٌআখিরাতٱلْآخِرَةُ
জান্নাতجَنَّةٌ، جَنَّاتٌকিয়ামতقِيَامَةٌ
জাহান্নামجَهَنَّمُকিয়ামতের ঘণ্টা / সময়سَاعَةٌ
জাহান্নামجَحِيمٌদিনيَوْمٌ، أَيَّامٌ
প্রতিদানثَوَابٌসেই দিনيَوْمَئِذٍ
শাস্তিعَذَابٌনির্ধারিত সময়أَجَلٌ
সুখ ও আনন্দنَعِيمٌনির্ধারিত, স্থিরمُسَمًّى
জ্বলন্ত আগুনسَعِيرٌগন্তব্যস্থলمَصِيرٌ
বেদনাদায়কأَلِيمٌআশ্রয়স্থল, আবাসস্থলمَأْوًى
চিরকাল, চিরস্থায়ীأَبَدًاপ্রতিদান, বিনিময়أَجْرٌ، أُجُورٌ
নদীنَهْرٌ، أَنْهَارٌপ্রতিদান, পুরস্কারجَزَاءٌ
আগুনنَارٌপরিণতি, শেষعَاقِبَةٌ
ধ্বংস হোক, আফসোস হোকوَيْلٌপাপের ফলস্বরূপ শাস্তিعِقَابٌ

সারণি-১১

বাংলাআরবিবাংলাআরবি
ধর্ম; বিচার ব্যবস্থাدِينٌইলাহ; উপাস্যإِلٰهٌ، آلِهَةٌ
হিকমত; প্রজ্ঞাحِكْمَةٌএক (পুং/স্ত্রী)وَاحِدٌ، وَاحِدَةٌ
প্রশংসা; কৃতজ্ঞতাحَمْدٌএক (অন্য রূপ)أَحَدٌ، إِحْدَىٰ
সালাত; নামাযصَلَاةٌকিতাব; গ্রন্থكِتَابٌ، كُتُبٌ
যাকাত; দানزَكَاةٌকুরআনقُرْآنٌ
সত্য; সঠিকحَقٌّতাওরাতٱلتَّوْرَاةُ
মিথ্যাبَاطِلٌইনজিল (বাইবেল)ٱلْإِنجِيلُ
আলো ও অন্ধকারنُورٌ، ظُلُمَاتٌঅংশীদারشَرِيكٌ، شُرَكَاءُ
স্পষ্ট, প্রকাশমানمُبِينٌতাকওয়া; ভয়; নিরাপত্তাتَقْوَىٰ
অঙ্গীকারعَهْدٌঅদৃশ্য; গায়েবغَيْبٌ
চুক্তি, অঙ্গীকারمِيثَاقٌশব্দكَلِمَةٌ
ফেরেশতাمَلَكٌ، مَلَائِكَةٌসাক্ষ্যشَهَادَةٌ
আরশ, সিংহাসনعَرْشٌ، عُرُوشٌসাক্ষী; উপস্থিতشَهِيدٌ، شُهَدَاءُ

সারণি-১২

বাংলাআরবিবাংলাআরবি
কাজ, আমলأَعْمَالٌঅনুগ্রহ, কৃপাفَضْلٌ
ভালো কাজحَسَنَةٌ، حَسَنَاتٌঅনুগ্রহ, নিয়ামতنِعْمَةٌ، أَنْعُمٌ
মন্দ কাজسَيِّئَةٌ، سَيِّئَاتٌঅনুগ্রহসমূহآلَاءٌ
ভালো, উত্তমخَيْرٌপবিত্র, ভালোطَيِّبَةٌ، طَيِّبَاتٌ
খারাপ, মন্দشَرٌّপানিمَاءٌ
পাপإِثْمٌকর্তৃত্ব, রাজত্বمُلْكٌ
গুনাহ, পাপذَنْبٌ، ذُنُوبٌশক্তিশালী দলিল/প্রমানسُلْطَانٌ
গুনাহجُنَاحٌসফলতাفَوْزٌ
হারামحَرَامٌ، مَحْرُومٌদল, গোষ্ঠীفَرِيقٌ
নামاِسْمٌ، أَسْمَاءُসবাইجَمِيعٌ
কথা, বাণী, আলোচনাحَدِيثٌ، أَحَادِيثُসবাই (সমষ্টিগত)أَجْمَعُونَ، أَجْمَعِينَ
বিপদ, দুর্দশাبَأْسٌসমান, ন্যায়সঙ্গতسَوَاءٌ
অংশ, ভাগنَصِيبٌঅনুমতিإِذْنٌ

সারণি-১৩

বাংলাআরবিবাংলাআরবি
মাأُمٌّ، أُمَّهَاتٌমুখفَمٌ، أَفْوَاهٌ
বাবাأَبٌ، آبَاءٌচোখعَيْنٌ، أَعْيُنٌ
স্ত্রী, স্বামীزَوْجٌ، أَزْوَاجٌদৃষ্টিبَصَرٌ، أَبْصَارٌ
পুরুষرَجُلٌ، رِجَالٌমুখমণ্ডলوَجْهٌ، وُجُوهٌ
নারীٱمْرَأَةٌ، نِسَاءٌজিহ্বা, ভাষাلِسَانٌ، أَلْسِنَةٌ
সন্তানوَلَدٌ، أَوْلَادٌহৃদয়قَلْبٌ، قُلُوبٌ
পিতা-মাতাوَالِدٌ، وَالِدَيْنِবক্ষ, বুকصَدْرٌ، صُدُورٌ
বংশধর, সন্তানذُرِّيَّةٌপেট, গর্ভبَطْنٌ، بُطُونٌ
পুত্রٱبْنٌহাতيَدٌ، أَيْدٍ
পুত্রগণبَنُونَ، بَنِينَ، أَبْنَاءُপাرِجْلٌ، أَرْجُلٌ
ভাইأَخٌ، إِخْوَةٌ، أَخَوَاتٌআত্মাنَفْسٌ، أَنْفُسٌ
ভাইয়েরাإِخْوَانٌ، إِخْوَةٌরূহ, আত্মাرُوحٌ
অভিভাবক, রক্ষকمَوْلًىশক্তি, ক্ষমতাقُوَّةٌ

সারণি-১৪

বাংলাআরবিবাংলা আরবি
ঘরبَيْتٌ، بُيُوتٌজাতি, উম্মতأُمَّةٌ، أُمَمٌ
আবাস, বসতভিটাدَارٌ، دِيَارٌকওম, সম্প্রদায়قَوْمٌ
দুনিয়াدُنْيَاমানুষإِنسَانٌ
পথسَبِيلٌ، سُبُلٌমানুষজনنَاسٌ
সঠিক পথصِرَاطٌমানবজাতিبَشَرٌ
জগৎসমূহعَالَمُونَপুরুষذَكَرٌ، ذُكُورٌ، ذَكْرَانٌ
ফিতনা, পরীক্ষাفِتْنَةٌনারীأُنْثَىٰ، إِنَاثٌ
জনপদ, শহরقَرْيَةٌ، قُرًىদাসعَبْدٌ، عِبَادٌ
ধন-সম্পদمَالٌ، أَمْوَالٌশত্রুعَدُوٌّ، أَعْدَاءُ
ভোগ, সম্পদمَتَاعٌকাফিরগণكُفَّارٌ
মসজিদمَسْجِدٌ، مَسَاجِدُঅপরাধীمُجْرِمٌ، مُجْرِمُونَ
স্থান, অবস্থানمَكَانٌ، مَكَانَةٌনেতৃবৃন্দمَلَأٌ
গাছشَجَرٌ، شَجَرَةٌঅভিভাবক, বন্ধুوَلِيٌّ، أَوْلِيَاءُ

সারণি-১৫

বাংলাআরবিবাংলাআরবি
জীবজন্তু, জীবন্ত সৃষ্টিدَابَّةٌঅন্ধأَعْمَىٰ
মর্যাদা, স্তরدَرَجَاتٌবুদ্ধিমান, বিবেকসম্পন্নأُلُو ٱلْأَلْبَابِ
পথ, অভ্যাসسُنَّةٌজমিন, সৎকর্মশীলبَرٌّ
সুপারিশشَفَاعَةٌপৌঁছানো, বার্তা পৌঁছানোبَلَٰغٌ
প্রতিদানعَدْلٌকন্যাبَنَاتٌ
অভিশাপلَعْنَةٌসুসংবাদبُشْرَىٰ
যদি এমন হতোلَيْتَদরজাبَابٌ
শহরمَدِينَةٌব্যাখ্যা, তাফসীরتَأْوِيلٌ
রোগمَرَضٌমাটিتُرَابٌ
অবস্থানمَقَامٌতিনثَلَاثَةٌ
রাজাمَلِكٌফলثَمَرَاتٌ
ধর্মمِلَّةٌসীমা, সীমারেখাحُدُودٌ
সংবাদ, বার্তাنَبَأٌসর্বোত্তম, সেরাأَحْسَنُ

error: Content is protected !!
Scroll to Top