সূরা মুলক থেকে ১৫টি ফি’লের লুকায়িত সর্বনাম চিহ্নিতকরন

কুইজ

মূল শিক্ষা:
ক) প্রতিটি ফি’ল এর ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করা।
খ) প্রতিটি ফি’ল কোন কালে আছে চেনা।
গ) শব্দগুলোর অর্থ মনে রাখা।

1. تَبَارَكَ (বরকতময় হওয়া) – লুকায়িত সর্বনাম?

2. خَلَقَ (সৃষ্টি করা) – লুকায়িত সর্বনাম?

3. زَيَّنَّا (সাজানো) – লুকায়িত সর্বনাম?

4. أَعْتَدْنَا (প্রস্তুত করা) – লুকায়িত সর্বনাম?

5. كَفَرُوا (অস্বীকার করা) – লুকায়িত সর্বনাম?

6. قَالُوا (বলা) – লুকায়িত সর্বনাম?

7. نَزَّلَ (নামানো) – লুকায়িত সর্বনাম?

8. يَنْقَلِبُ (ফিরে যাওয়া) – লুকায়িত সর্বনাম?

9. تَشْكُرُونَ (শুকরিয়া করা) – লুকায়িত সর্বনাম?

10. تَكَادُ (প্রায় হওয়া) – লুকায়িত সর্বনাম?

11. يَخْشَوْنَ (ভয় করা) – লুকায়িত সর্বনাম?

12. يُمْسِكُهُنَّ (ধরে রাখা) – লুকায়িত সর্বনাম?

13. يَنْصُرُكُمْ (সাহায্য করা) – লুকায়িত সর্বনাম?

14. يَرْزُقُكُمْ (রিজিক দেয়া) – লুকায়িত সর্বনাম?

15. يَقُولُونَ (বলা) – লুকায়িত সর্বনাম?


⭐ প্রতিটি ফি’লের পাশে একটি সাধারণ অর্থ (সর্বনাম ছাড়া) দেয়া আছে যাতে শব্দগুলো সহজে মুখস্থ করতে পারেন।

4 thoughts on “সূরা মুলক থেকে ১৫টি ফি’লের লুকায়িত সর্বনাম চিহ্নিতকরন”

  1. Alhamdulillah! Daily dose of Quranic grammar learning! Very helpful. May Allah reward you in this dunia and akherah!

Comments are closed.

Scroll to Top