ইসম মাওসুলের ব্যবহার -১

কোন বাক্যের সাথে কোন ইসম মাওসুল হবে চিহ্নিত করুন এবং সঠিক উত্তর দেখতে ⭐ চিহ্নের উপর ক্লিক করুন।

বাক্যের বাকি অংশইসম মাওসুল
اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰالَّذِينَ
(হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে)যারা
خَلَقَكُمْالَّذِي
(তোমাদের সৃষ্টি করেছেন)যিনি
جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًاالَّذِي
(তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন)যিনি
يَنْقُضُونَ عَهْدَ اللَّهِالَّذِينَ
(আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে)যারা
خَلَقَ لَكُمْالَّذِي
(তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন)যিনি
يَكْتُبُونَ الْكِتَابَالَّذِينَ
(কিতাব লিখে)যারা
آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِالَّذِينَ
(ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে)যারা
اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَاالَّذِينَ
(দুনিয়ার জীবন ক্রয় করেছে)যারা
أَشْرَكُواالَّذِينَ
(শিরক করেছে)যারা
آمَنُواالَّذِينَ
(ঈমান এনেছে)যারা
كَفَرُواالَّذِينَ
(কুফরি করেছে)যারা
جَاءَكَ مِنَ الْعِلْمِالَّذِي
(তোমার নিকট জ্ঞান হিসাবে এসেছে)যা/যিনি
ظَلَمُواالَّذِينَ
(জুলুম করেছে)যারা
Scroll to Top