ইসম মাওসুলের ব্যবহার -১





ইসম মাওসুল টেবিল



ইসম মাওসুল

‘ইসম মাওসুল’ (اسم موصول) আরবি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
পবিত্র কুরআনে এর বহুমুখী ব্যবহার রয়েছে। আমরা ধাপে ধাপে—ইন শা আল্লাহ—এসব শিখবো।
এই ব্লগে আমরা দেখবো, কীভাবে কোনো ‘ইসম মাওসুল’ একটি ক্রিয়ার লুকায়িত সর্বনামকে প্রতিস্থাপন করে—
এবং উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করবো।

বাক্যের বাকি অংশইসম মাওসুল
اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰاسم موصول
(হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে)ইসম মাওসুল
خَلَقَكُمْاسم موصول
(তোমাদের সৃষ্টি করেছেন)ইসম মাওসুল
جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًااسم موصول
(তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন)ইসম মাওসুল
يَنْقُضُونَ عَهْدَ اللَّهِاسم موصول
(আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে)ইসম মাওসুল
خَلَقَ لَكُمْاسم موصول
(তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন)ইসম মাওসুল
يَكْتُبُونَ الْكِتَابَاسم موصول
(কিতাব লিখে)ইসম মাওসুল
آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِاسم موصول
(ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে)ইসম মাওসুল
اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَااسم موصول
(দুনিয়ার জীবন ক্রয় করেছে)ইসম মাওসুল
أَشْرَكُوااسم موصول
(শিরক করেছে)ইসম মাওসুল
آمَنُوااسم موصول
(ঈমান এনেছে)ইসম মাওসুল
كَفَرُوااسم موصول
(কুফরি করেছে)ইসম মাওসুল
جَاءَكَ مِنَ الْعِلْمِاسم موصول
(তোমার নিকট জ্ঞান হিসাবে এসেছে)ইসম মাওসুল
ظَلَمُوااسم موصول
(জুলুম করেছে)ইসম মাওসুল


error: Content is protected !!
Scroll to Top