ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-২: ফি’ল + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল

প্যাটার্ন -২ : ফি’ল + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে তিনটি অংশ থাকবে যথা ফি’ল,ফা’ইল ও মুতাআল্লিক বিল ফি’ল।যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্যে (Active) ফর্মে থাকবে।ফি’ল সর্বদা অতীত বা বর্তমান/ভবিষ্যত কালের هُوَ অথবা هِيَ ফর্মে থাকবে। ফি’লটি هُوَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের পুরুষবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে; অন্যদিকে ফি’লটি هِيَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের স্ত্রীবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে।

ফা’ইল রফা স্ট্যাটাসের একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, ফি’লের মধ্যে লুকায়িত সর্বনাম هُوَ অথবা هِيَ এর অনুবাদ করার প্রয়োজন নেই।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো :

মুতাআল্লিক বিল ফি’লফা’ইলফি’ল
لِلْمَلَائِكَةِرَبُّكَقَالَ
ফেরেশতাদিগকেতোমার পালনকর্তা বললেন
مِن قَوْمِ فِرْعَوْنَالْمَلَأُقَالَ
ফিরআউনের লোকদেরপ্রধানরাবললো
لِقَوْمِهِ مُوسَىٰقَالَ
তাঁর লোকদেরমূসাবললেন
لِأَخِيهِ هَارُونَمُوسَىٰقَالَ
তাঁর ভাই হারূনকেমূসাবললেন
عَلَىٰ قُلُوبِهِمْاللَّهُخَتَمَ
তাদের হৃদয়েআল্লাহ্সীল মেরে দিয়েছেন
بِأَصْحَابِ الْفِيلِرَبُّكَفَعَلَ
হস্তি-বাহিনীর প্রতিতোমার প্রভুব্যবহার করেছিলেন
بِنُورِهِمْاللَّهُذَهَبَ
তাদের আলোআল্লাহ্নিয়ে নিলেন
عَلَيْهِمْاللَّهُيَتُوبُ
তাদেরকেআল্লাহক্ষমা করে দেন
مِّنْهُمْ طَّائِفَةٌقَالَت
তাদের থেকেএক দলবললো
مِّنْ أَهْلِ الْكِتَابِطَّائِفَةٌقَالَت
আহলে-কিতাবেরএক দলবললো
مِّنْ أَهْلِ الْكِتَابِطَّائِفَةٌوَدَّت
আহলে-কিতাবেরএক দল ইচ্ছা করলো
مِّن بَنِي إِسْرَائِيلَطَّائِفَةٌآمَنَت
বনী-ইসরাঈলের এক দলবিশ্বাস স্থাপন করল 
مِّنْهُمْأُمَّةٌقَالَتْ
তাদের মধ্যে থেকেএক সম্প্রদায়বললো
بِطَغْوَاهَاثَمُودُكَذَّبَتْ
তাদের অবাধ্যতা বশতছামূদ জাতিমিথ্যা বলেছিল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!