ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-৬: ফি’ল + ফা’ইল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

প্যাটার্ন -৬ : ফি’ল + ফা’ইল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে চারটি উপাদান থাকবে যথা ফি’ল, ফা’ইল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল। যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্যে (Active) ফর্মে থাকবে।ফি’ল সর্বদা অতীত বা বর্তমান/ভবিষ্যত কালের هُوَ অথবা هِيَ ফর্মে থাকবে। ফি’লটি هُوَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের পুরুষবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে; অন্যদিকে ফি’লটি هِيَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের স্ত্রীবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে।। ফা’ইল রফা স্ট্যাটাসের একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে।

মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো:

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফা’ইলফি’ল
بِالْحَقِّالسَّمَاوَاتِ وَالْأَرْضَاللَّهُخَلَقَ 
যথার্থরূপেমহাকাশমন্ডলী ও পৃথিবীকেআল্লাহসৃষ্টি করেছেন
لِلنَّاسِالْأَمْثَالَاللَّهُيَضْرِبُ
মানুষের জন্যেদৃষ্টান্তআল্লাহ বর্ণণা করেন
لِلنَّاسِآيَاتِهِاللَّهُيُبَيِّنُ
মানুষের জন্যতার নিদর্শনসমুহআল্লাহবর্ণনা করেন
مِنكُمْالْمُعَوِّقِينَ اللَّهُيَعْلَمُ
তোমাদের মধ্যেবাধাদান-কারীদেরআল্লাহজানেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!