আরবি শব্দ | উদাহরণ | বাংলা অনুবাদ |
هٰذَا | هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيْكُمبِٱلْحَقِّ | এইটি আমাদের কিতাব, যা সত্যসহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। (জাসিয়া ৪৫:২৯) |
ذَٰلِكَ | ذَٰلِكَ ٱلْكِتَٰبُ لَا رَيْبَ فِيهِ | এই হলো সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। (বাকারা ২:২) |
هَٰذِهِ | هَٰذِهِ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ | এটি আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন। (আ’রাফ ৭:৭৩) |
تِلْكَ | تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ | সেগুলো আল্লাহর আয়াত। (বাকারা ২:২৫২) |
لَنْ | لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًى | তারা কখনোই তোমাদের ক্ষতি করতে পারবে না, সামান্য যন্ত্রণার বাইরে। (আলে ইমরান৩:১১১) |
لَمْ | لَم يَلِدْ وَلَمْ يُولَدْ | তিনি জন্ম দেননি, এবং জন্মগ্রহণও করেননি। (ইখলাস ১১২:৩) |
لَا | لَآ إِكْرَاهَ فِي ٱلدِّينِ | দ্বীনের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। (বাকারা ২:২৫৬) |
مَا | مَا عِندَكُمْ يَنفَدُ | তোমাদের যা আছে তা শেষ হয়ে যাবে। (নাহল ১৬:৯৬) |
لَيْسَ | لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌ | তাঁর মতো কিছুই নেই। (শূরা ৪২:১১) |
بَلَىٰ | قَالُوا۟ بَلَىٰ | তারা বলবে, ‘অবশ্যই’। (আ’রাফ ৭:১৭২) |
غَيْرُ | غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ | যারা ক্রোধের পাত্র হয়নি, তাদের পথ। (ফাতিহা ১:৭) |
دُونَ | وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ | তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। (নহল ১৬:৭৩) |
إِلَّا | إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ | যারা ঈমান এনেছে, তারা ব্যতিক্রম। (আসর ১০৩:৩) |
نَعَمْ | قَالُوا۟ نَعَمْ | তারা বলবে, ‘হ্যাঁ’। (আ’রাফ ৭:১৭২) |
كَلَّا | كَلَّا سَوْفَ تَعْلَمُونَ | না, তোমরা শীঘ্রই জানতে পারবে। (তাকাসুর ১০২:৩) |
ذَٰلِكُم | ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ | এই হলেন তোমাদের রব, আল্লাহ। (আনআম ৬:১০২) |
أُو۟لَٰٓئِكَ | أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ | তারা-ই সফলকাম। (বাকারা ২:৫) |
ٱلَّذِى | ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ | তিনিই যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুঠাম করেছেন। (আ’লা ৮৭:২) |
ٱلَّتِى | ٱلَّتِى فِى سَقَرَ | যা সাকার জাহান্নামে রয়েছে। (মুদ্দাসসির ৭৪:২৬) |
ٱلَّذِينَ | ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ | যারা সালাত কায়েম করে। (বাকারা ২:৩) |
هَٰؤُلَاءِ | مَا هَـٰٓؤُلَآءِ إِلَّا بَشَرٞ | এরা তো মানুষই, এর বেশি কিছু নয়। (মুমিনুন ২৩:২৪) |
ٱلَّـٰتِى | ٱلنَّارِ ٱلَّـٰتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ | সেই আগুন, যা হৃদয়ে প্রবেশ করবে। (হুমাযাহ ১০৪:৬) |
إِنَّ | إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ | নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। (বাকারা ২:১৭৩) |
لَا إِلَـٰهَ | لَا إِلَٰهَ إِلَّا هُوَ | আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। (বাকারা ২:২৫৫) |