ফ্যামিলি -১ : ضَرَبَ
এখানে ضَرَبَ ফ্যামিলির ১৩টি নিয়মিত ক্রিয়া/ফি’ল রয়েছে। এই ১৩টি ক্রিয়া কুরআনে বিভিন্ন রূপে মোট ১০২২ বার ব্যবহৃত হয়েছে। আসুন আমরা ধীরে ধীরে, আমাদের নিজস্ব গতিতে একটু একটু করে ক্রিয়া/ফি’লগুলোর সাথে পরিচিত হই ।
বাংলা অর্থ | مَفْعُول | فَاعِلٌ | النَّهْيُ | الْأَمْرُ | الْمُضَارِع | الْمَاضِي |
---|---|---|---|---|---|---|
আঘাত করা | مَضْرُوبٌ | ضَارِبٌ | لَا تَضْرِبْ | اِضْرِبْ | يَضْرِبُ | ضَرَبَ |
বহন করা | مَحْمُولٌ | حَامِلٌ | لَا تَحْمِلْ | اِحْمِلْ | يَحْمِلُ | حَمَلَ |
অগ্রসর হওয়া | مَسْبُوقٌ | سَابِقٌ | لَا تَسْبِقْ | اِسْبِقْ | يَسْبِقُ | سَبَقَ |
ফিরে আসা | مَرْجُوعٌ | رَاجِعٌ | لَا تَرْجِعْ | اِرْجِعْ | يَرْجِعُ | رَجَعَ |
ধৈর্য ধারণ করা | مَصْبُورٌ | صَابِرٌ | لَا تَصْبِرْ | اِصْبِرْ | يَصْبِرُ | صَبَرَ |
জুলুম করা | مَظْلُومٌ | ظَالِمٌ | لَا تَظْلِمْ | اِظْلِمْ | يَظْلِمُ | ظَلَمَ |
চিনতে পারা | مَعْرُوفٌ | عَارِفٌ | لَا تَعْرِفْ | اِعْرِفْ | يَعْرِفُ | عَرَفَ |
উপলব্ধি করা | مَعْقُولٌ | عَاقِلٌ | لَا تَعْقِلْ | اِعْقِلْ | يَعْقِلُ | عَقَلَ |
ক্ষমা করা | مَغْفُورٌ | غَافِرٌ | لَا تَغْفِرْ | اِغْفِرْ | يَغْفِرُ | غَفَرَ |
নির্ধারণ করা | مَقْدُورٌ | قَادِرٌ | لَا تَقْدِرْ | اِقْدِرْ | يَقْدِرُ | قَدَرَ |
মিথ্যা বলা | مَكْذُوبٌ | كَاذِبٌ | لَا تَكْذِبْ | اِكْذِبْ | يَكْذِبُ | كَذَبَ |
উপার্জন করা | مَكْسُوبٌ | كَاسِبٌ | لَا تَكْسِبْ | اِكْسِبْ | يَكْسِبُ | كَسَبَ |
মালিক হওয়া | مَمْلُوكٌ | مَالِكٌ | لَا تَمْلِكْ | اِمْلِكْ | يَمْلِكُ | مَلَكَ |
চলুন ! একটি নৈতিক গল্পের মাধ্যমে শব্দগুলো পুনরালোচনা করি।
“জীবনের মালিক কে?”
বাংলাদেশের এক সফল ব্যবসায়ী ছিলেন আসিফ। তার বিলাসবহুল জীবন, গাড়ি, সম্পদ, খ্যাতি—সবই দেখে অনেকে হিংসা করত। আসিফ নিজেও ভাবতেন, সব কিছু তিনি নিজেই উপার্জন করেছেন (كَسَبَ), এবং তিনিই এর প্রকৃত মালিক (مَلَكَ)।
তাঁর অফিসে একজন সৎ ও মেধাবী কর্মচারী ছিল—রাফি। রাফি অনেকবার সঠিক পরিকল্পনা দিয়ে কোম্পানিকে অগ্রসর করেছিল (سَبَقَ), কিন্তু আসিফ সব কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিত।
একদিন অফিস মিটিংয়ে রাফি একটি ভুল ধরলে আসিফ রেগে গিয়ে তাঁকে সবার সামনে আঘাত করে বসেন (ضَرَبَ)।
এই অপমান সত্ত্বেও রাফি চুপ ছিল। সে প্রতিশোধ নেয়নি, বরং ধৈর্য ধরেছিল (صَبَرَ)।
রাফির সেই আচরণে অফিসের সবাই অবাক হলো। কিন্তু আসিফ তার অহংকারে অন্ধ ছিল। সে তার ভুল ঢাকতে গিয়ে রাফির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনল (كَذَبَ), যে সে নাকি অফিসের তথ্য চুরি করেছে।
কিন্তু কিছুদিনের মধ্যেই প্রকৃত সত্য প্রকাশ পেল। রাফি নির্দোষ প্রমাণিত হলো এবং কোম্পানির বড় একটি প্রকল্পের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হলো।
এই ঘটনার পর, একদিন অফিসের এক কর্মচারী ভারী মাল বহন করতে গিয়ে (حَمَلَ) অসাবধানতাবশত আসিফের গায়ে ধাক্কা লাগিয়ে ফেলে। এতে সে পড়ে গিয়ে গুরুতর আহত হলো। অনেকদিন বিছানায় শুয়ে থাকতে হলো। তখন সে উপলব্ধি করল—সবকিছু আমার হাতে নয়, বরং আল্লাহই আমার জীবনের সবকিছু স্থির করে দিয়েছেন (قَدَرَ)।
সে শুয়ে শুয়ে ভাবতে লাগল— সে কত জুলুম করেছে (ظَلَمَ), কত জনকে চেনেনি (عَرَفَ) বা বুঝেনি , কত জনকে ক্ষমা করতে পারত (غَفَرَ) কিন্তু করেনি।
এই চিন্তাগুলো তাকে ভেতর থেকে পরিবর্তন এনে দিল। সে উপলব্ধি করল (عَقَلَ), যে সম্পদ, সম্মান, ক্ষমতা—সবই ক্ষণস্থায়ী। সে অফিসে ফিরে এসে (رَجَعَ) সবার কাছে ক্ষমা চাইল।
রাফিকে কাছে ডেকে বলল: “তুমি শুধু একজন দক্ষ কর্মী না, একজন সত্যিকারের মানুষ। আমি আমার সীমাহীন অহংকারের জন্য অনুতপ্ত।”
রাফি হেসে বলল: “স্যার, আল্লাহ যাকে চান, তাকেই সঠিক পথে ফেরান। আলহামদুলিল্লাহ, আপনি সেটা বুঝতে পেরেছেন।”
চলুন ! আমরা এখন উপরের শব্দগুলোর উপর একটি কুইজ সমাধান করি ইন শা আল্লাহ।
কুইজ:
১. আঘাত করা →
ক) ضَرَبَ
খ) ظَلَمَ
গ) غَفَرَ
ঘ) عَرَفَ
২. বহন করা →
ক) كَسَبَ
খ) غَفَرَ
গ) حَمَلَ
ঘ) سَبَقَ
৩. অগ্রসর হওয়া →
ক) رَجَعَ
খ) سَبَقَ
গ) قَدَرَ
ঘ) كَذَبَ
৪. ফিরে আসা →
ক) مَلَكَ
খ) رَجَعَ
গ) ضَرَبَ
ঘ) عَقَلَ
৫. ধৈর্য ধরা →
ক) صَبَرَ
খ) ظَلَمَ
গ) قَدَرَ
ঘ) كَذَبَ
৬. জুলুম করা →
ক) غَفَرَ
খ) ظَلَمَ
গ) ضَرَبَ
ঘ) سَبَقَ
৭. চিনতে পারা →
ক) عَرَفَ
খ) رَجَعَ
গ) غَفَرَ
ঘ) كَسَبَ
৮. উপলব্ধি করা →
ক) ظَلَمَ
খ) غَفَرَ
গ) عَقَلَ
ঘ) صَبَرَ
৯. ক্ষমা করা →
ক) قَدَرَ
খ) غَفَرَ
গ) كَذَبَ
ঘ) عَرَفَ
১০. মূল্যায়ন করা / স্থির করা →
ক) قَدَرَ
খ) صَبَرَ
গ) سَبَقَ
ঘ) حَمَلَ
১১. মিথ্যা বলা →
ক) كَذَبَ
খ) غَفَرَ
গ) عَقَلَ
ঘ) ضَرَبَ
১২. উপার্জন করা →
ক) كَسَبَ
খ) ظَلَمَ
গ) عَرَفَ
ঘ) سَبَقَ
১৩. মালিক হওয়া →
ক) كَذَبَ
খ) قَدَرَ
গ) مَلَكَ
ঘ) صَبَرَ
১৪. “إِغْفِرْ” এই فعل الأمر (আদেশ) এর الماضي কী?
ক) غَفَرَ
খ) عَقَلَ
গ) صَبَرَ
ঘ) ضَرَبَ
১৫. “لَا تَكْذِبْ” এর মূল الماضي ক্রিয়া কোনটি?
ক) كَسَبَ
খ) كَذَبَ
গ) مَلَكَ
ঘ) سَبَقَ
✅ উত্তরসমূহ:
১. ক) ضَرَبَ | ২. গ) حَمَلَ | ৩. খ) سَبَقَ |
৪. খ) رَجَعَ | ৫. ক) صَبَرَ | ৬. খ) ظَلَمَ |
৭. ক) عَرَفَ | ৮. গ) عَقَلَ | ৯. খ) غَفَرَ |
১০. ক) قَدَرَ | ১১. ক) كَذَبَ | ১২. ক) كَسَبَ |
১৩. গ) مَلَكَ | ১৪. ক) غَفَرَ | ১৫. খ) كَذَبَ |