লুকায়িত সর্বনাম কখন বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে আসেনা

আরবি ভাষায় ফি’ল (ক্রিয়া) সর্বদা একটি ফাই’ল (কর্তা/subject) দাবি করে। এই ফাই’ল কখনো প্রকাশ্য ইসম দ্বারা প্রকাশিত হয়, আবার অনেক সময় লুকায়িত সর্বনাম বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে আসে। সাধারণত তিনটি ক্ষেত্রে লুকায়িত সর্বনাম বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে আসেনা। যথা :

১. যখন বাক্যে ফি’লটি নাম পুরুষের হুয়া/হিয়া ফর্মে আসে এবং তার বাম দিকে একটি রফা স্ট্যাটাসের ইসম থাকে। নিচে পবিত্র কুরআনুল করিম থেকে কিছু উদাহরণ দেখি :

جَالُوتَدَاوُودُقَتَلَ
জালুতকেদাউদহত্যা করলেন

এখানে লুকায়িত সর্বনাম হুয়া/هُوَ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে দাউদ/دَاوُودُ ইসমটি বাক্যের ফাই’ল হিসাবে এসেছে। কারণ দাউদ ইসমটি হুয়া ফর্মের ফি’লের বাম দিকে একটি রফা স্ট্যাটাসের ইসম হিসাবে এসেছে ।

مِّن بَنِي إِسْرَائِيلَطَّائِفَةٌآمَنَت
বনী-ইসরাঈলের এক দলবিশ্বাস স্থাপন করল 

এখানে লুকায়িত সর্বনাম হিয়া/هِيَ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে এক দল/طَّائِفَةٌ ইসমটি বাক্যের ফাই’ল হিসাবে এসেছে। কারণ এক দল/طَّائِفَةٌ ইসমটি হিয়া ফর্মের ফি’লের বাম দিকে একটি রফা স্ট্যাটাসের ইসম হিসাবে এসেছে ।

الْأَنْهَارُمِن تَحْتِهَا تَجْرِي
নহরসমূহযার পাদদেশেপ্রবাহমান থাকবে

এখানে লুকায়িত সর্বনাম হিয়া/هِيَ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে নহরসমূহ/الْأَنْهَارُ ইসমটি বাক্যের ফাই’ল হিসাবে এসেছে। কারণ নহরসমূহ/الْأَنْهَارُ ইসমটি হিয়া ফর্মের ফি’লের বাম দিকে একটি রফা স্ট্যাটাসের ইসম হিসাবে এসেছে ।

২. যখন বাক্যে ফি’লটির ডান দিকে একটি মুবতাদা থাকে। নিচে পবিত্র কুরআনুল করিম থেকে কিছু উদাহরণ দেখি :

ظَلَمْتُمْ أَنْفُسَكُمْإِنَّكُمْ
তোমাদের প্রতি অন্যায় করেছো নিশ্চয়ই তোমরা

এখানে লুকায়িত সর্বনাম আনতুম/أَنْتُمْ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে নিশ্চয়ই তোমরা/إِنَّكُمْ বাক্যাংশটি বাক্যের মুবতাদা হিসাবে এসেছে। কারণ নিশ্চয়ই তোমরা/إِنَّكُمْ বাক্যাংশটি আনতুম/أَنْتُمْ ফর্মের ফি’লের ডান দিকে অবস্থিত একটি মুবতাদা

يُحِبُّ الْمُحْسِنِينَإِنَّ اللَّهَ 
অনুগ্রহকারীদেরকে ভালবাসেননিশ্চয়ই আল্লাহ্

এখানে লুকায়িত সর্বনাম হুয়া/هُوَ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে নিশ্চয়ই আল্লাহ্/إِنَّ اللَّهَ  বাক্যাংশটি বাক্যের মুবতাদা হিসাবে এসেছে। কারণ নিশ্চয়ই আল্লাহ্/إِنَّ اللَّهَ বাক্যাংশটি হুয়া/هُوَ ফর্মের ফি’লের ডান দিকে অবস্থিত একটি মুবতাদা

৩. সাধারণত যখন বাক্যে ফি’লটি নাম পুরুষের হয় এবং তার ডান দিকে একটি ইসম মাওসুল (যেমন: الَّذِي, الَّتِي ইত্যাদি) আসে, এবং ঐ ইসম মাওসুলের বচন ও লিঙ্গ ফি’লটির বচন ও লিঙ্গের সঙ্গে মিলে যায়। নিচে পবিত্র কুরআনুল করিম থেকে কিছু উদাহরণ দেখি :

كَفَرُوا بِآيَاتِنَاالَّذِينَ 
আমার আয়াতসমূহ অস্বীকার করেযারা

এখানে লুকায়িত সর্বনাম হুম/هُمْ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে যারা/الَّذِينَ  ইসম মাওসুলটি বাক্যের ফাই’ল হিসাবে এসেছে। কারণ যারা/الَّذِينَ  ইসম মাওসুলটি হুম/هُمْ ফর্মের ফি’লের ডান দিকে অবস্থিত ।

أَرْسَلَ الرِّيَاحَالَّذِي 
বায়ুপ্রবাহ পাঠিয়েছেনযিনি

এখানে লুকায়িত সর্বনাম হুয়া/هُوَ বাক্যের ফাই’ল হিসাবে অনুবাদে না এসে যিনি/الَّذِي  ইসম মাওসুলটি বাক্যের ফাই’ল হিসাবে এসেছে। কারণ যিনি/الَّذِي  ইসম মাওসুলটি হুয়া/هُوَ ফর্মের ফি’লের ডান দিকে অবস্থিত ।

উপরের অবস্থাগুলি ছাড়া বাকি সব ক্ষেত্রে লুকায়িত সর্বনামকে ফি’লটির ফাই’ল হিসাবে ধরা হয় এবং অনুবাদেও দেখা যায় ।

Scroll to Top