অতীতকালের (ক্রিয়াবাচক) না বোধক বাক্য মূলত তিনটি হরফের মাধ্যমে করা যায় যথা লাম (لَمْ), লাম্মা (لَمَّا) এবং মা-(مَا)। নিচের টেবিলে দেখবো কখন কোনটি ব্যবহৃত হয়:
مَا | لَمَّا | لَمْ |
ভুল প্রমাণ করে (refute) নেতিবাচক বাক্য গঠনে | এখনো কাজটি হয়নি (not yet) অর্থ দিয়ে নেতিবাচক বাক্য গঠনে | সাধারণ নেতিবাচক বাক্য গঠনে |
না, সে (তো) আঘাত করেনি | সে এখনো আঘাত করেনি | সে আঘাত করেনি |
No, he did not strike | He has not struck yet | He didn’t strike |
مَا ضَرَبَ | لَمَّا يَضْرِبْ | لَمْ يَضْرِبْ |
ফি’লের অতীতকালের ফর্ম ব্যবহৃত হয় | ফি’লের লাইটেস্ট ফর্ম ব্যবহৃত হয় | ফি’লের লাইটেস্ট ফর্ম ব্যবহৃত হয় |