ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-৪ :ফি’ল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

প্যাটার্ন -৪ : ফি’ল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো, এখানে তিনটি উপাদান থাকবে: ফি’ল, মাফ’উল এবং মুতাআল্লিক বিল ফি’ল। এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্য (Active) ফর্মে থাকবে। যেহেতু এই বাক্যে কোনো বাহ্যিক/outside ফা’ইল নেই, তাই ফি’লের মধ্যে লুকায়িত সর্বনামটি ফা’ইলের ভূমিকা পালন করবে এবং অনুবাদে তা প্রকাশিত হবে। মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো :

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফি’ল
مِنْ عَلَقٍ الْإِنسَانَخَلَقَ
জমাট রক্ত থেকেমানুষকেতিনি সৃষ্টি করেছেন
لِلذِّكْرِالْقُرْآنَيَسَّرْنَا
বোঝার জন্যেকুরআনকেআমরা সহজ করে দিয়েছি
فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِالسِّرَّيَعْلَمُ
নভোমন্ডল ও ভূমন্ডলেরগোপন রহস্যতিনি জানেন
عَلَىٰ عَبْدِهِ الْفُرْقَانَنَزَّلَ
তাঁর বান্দার প্রতিফুরকনতিনি অবতীর্ণ করেছেন
عَلَيْكُمْنِعْمَةَ اللَّهِاذْكُرُوا
তোমাদের উপরে আল্লাহ্‌র অনুগ্রহতোমরা স্মরণ করো
مِّنَ الْأَرْضِ آلِهَةًاتَّخَذُوا
মাটির তৈরীঅনেক উপাস্যতারা গ্রহণ করেছে
غَيْرِيإِلَٰهًااتَّخَذْتَ
আমাকে ছাড়াএকজন উপাস্যতুমি গ্রহণ করেছো
مِنَ الثَّمَرَاتِأَهْلَهُارْزُقْ
ফলফসল দিয়েএর লোকদেরজীবিকা দান করো

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top