নামাজের ছানা
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ
হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম চির বরকতময়, সকলের শীর্ষে তোমার মর্যাদা, তুমি ছাড়া কোন মাবুদ নেই।
নিচের টেবিলে নামাজের ছানার মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :
বাক্যাংশের নাম | বাংলা অর্থ | বাক্যাংশ |
মুদফ ও মুদফ ইলাইহি | তোমার পবিত্রতা | سُبْحَانَكَ |
জার্ মাজরূর/মুদফ ও মুদফ ইলাইহি | তোমার প্রশংসার সাথে | بِحَمْدِكَ |
মুদফ ও মুদফ ইলাইহি | তোমার নাম | إِسْمُكَ |
মুদফ ও মুদফ ইলাইহি | তোমার গৌরব | جَدُّكَ |
বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি | তুমি ছাড়া | غَيْرُكَ |
Alhamdulillah. Done