জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-১ : মুবতাদা + খবর

প্যাটার্ন-১ : মুবতাদা + খবর

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে দুইটি অংশ থাকবে যথা মুবতাদা ও খবর। মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও ও হতে পারে। একইভাবে খবর একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও ও হতে পারে।সাধারণত ছোট ছোট জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য তৈরিতে এই প্যাটার্ন ব্যবহৃত হয়।

পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থখবরমুবতাদা
আল্লাহ অমুখাপেক্ষীالصَّمَدُاللَّهُ
নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারীسَمِيعُ الدُّعَاءِ إِنَّكَ
আল্লাহ্ তাদের উভয়ের অভিভাবকوَلِيُّهُمَااللَّهُ
মুহাম্মদ আল্লাহ্‌র রসূলرَّسُولُ اللَّهِمُّحَمَّدٌ
নিঃসন্দেহে আল্লাহ্ তোমার জন্য যথেষ্টاللَّهُإِنَّ حَسْبَكَ
নিশ্চয় এটি একটি চক্রান্তلَمَكْرٌ إِنَّ هَٰذَا 
তার আশ্রয় হল জাহান্নামجَهَنَّمُمَأْوَاهُ
অবিশ্বাসীদের পরিণাম হচ্ছে আগুনالنَّارُعُقْبَى الْكَافِرِينَ 
সে সৎকর্মশীলمُحْسِنٌهُوَ
তিনি একমাত্র উপাস্যإِلَٰهٌ وَاحِدٌ هُوَ
তিনি সাহায্যকারীদের মধ্যে সর্বোত্তমخَيْرُ النَّاصِرِينَهُوَ
তিনি মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠخَيْرُ الْفَاصِلِينَهُوَ
তিনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠخَيْرُ الْحَاكِمِينَهُوَ
এটা মহান কোরআনقُرْآنٌ مَّجِيدٌهُوَ
তারা হেদায়েত প্রাপ্তالْمُهْتَدُونَهُمُ
তারা সৃষ্টজগতের মধ্যে শ্রেষ্ঠতমخَيْرُ الْبَرِيَّةِهُمْ
তারা বিজয়ীالْغَالِبُونَهُمُ
তারা যেন সুরক্ষিত মুক্তোلُؤْلُؤٌ مَّكْنُونٌكَأَنَّهُمْ
তুমি রিযিকদাতাদের মধ্যে সর্বোত্তমخَيْرُ الرَّازِقِينَأَنتَ
তুমি পরিত্রাণকারীদের মধ্যে সর্বোত্তমخَيْرُ الْغَافِرِينَأَنتَ
তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠخَيْرُ الْوَارِثِينَأَنتَ
তুমি করুণাময়দের মধ্যে সর্বশ্রেষ্ঠخَيْرُ الرَّاحِمِينَأَنتَ
তোমরা অন্যায়কারীظَالِمُونَأَنتُمْ
আমরা শান্তিকামীمُصْلِحُونَنَحْنُ
এটা হলো সরল পথ صِرَاطٌ مُّسْتَقِيمٌهَٰذَا
এটা একটি স্পষ্ট অপবাদإِفْكٌ مُّبِينٌهَٰذَا
এটা একটি গুরুতর অপবাদبُهْتَانٌ عَظِيمٌ هَٰذَا
নিঃসন্দেহে এ একজন বিজ্ঞ জাদুকরلَسَاحِرٌ عَلِيمٌإِنَّ هَٰذَا
এটাই বিরাট সাফল্যالْفَوْزُ الْكَبِيرُ ذَٰلِكَ
এটি হল কাফেরদের কর্মফল جَزَاءُ الْكَافِرِينَ ذَٰلِكَ
এটাই সুপ্রতিষ্ঠিত  ধর্ম الدِّينُ الْقَيِّمُ ذَٰلِكَ
এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তুمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَاذَٰلِكَ
এ হচ্ছে আল্লাহ্‌র সীমাحُدُودُ اللَّهِ تِلْكَ
এগুলো হচ্ছে আল্লাহ্‌র বাণীآيَاتُ اللَّهِ تِلْكَ
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতآيَاتُ الْكِتَابِ الْمُبِينِتِلْكَ
তারা হচ্ছে বেহেশতের বাসিন্দাأَصْحَابُ الْجَنَّةِأُولَٰئِكَ
তারা হচ্ছে আগুনের বাসিন্দাأَصْحَابُ النَّارِأُولَٰئِكَ
তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দাأَصْحَابُ الْجَحِيمِأُولَٰئِكَ
তারা আল্লাহর দলحِزْبُ اللَّهِ أُولَٰئِكَ
তারা শয়তানের দলحِزْبُ الشَّيْطَانِأُولَٰئِكَ
আল্লাহ্ পরিকল্পনাকারীদের
মধ্যে সর্বোত্তম
خَيْرُ الْمَاكِرِينَاللَّهُ
আল্লাহ্ প্রতিফল দানে কঠোরشَدِيدُ الْعِقَابِ اللَّهُ
আল্লাহ্ বিপুল মহিমার অধিকারীذُو الْفَضْلِ الْعَظِيمِ اللَّهُ
নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত سَرِيعُ الْحِسَابِ إِنَّ اللَّهَ
নিঃসন্দেহে আল্লাহ প্রতিফল দানে কঠোরشَدِيدُ الْعِقَابِإِنَّ اللَّهَ
আল্লাহ্ অবশ্যই অবিশ্বাসীদের চক্রান্ত দুর্বলকারীمُوهِنُ كَيْدِ الْكَافِرِينَأَنَّ اللَّهَ
নিশ্চয় তোমার পালনকর্তার
পাকড়াও অত্যন্ত কঠিন
  لَشَدِيدٌ  إِنَّ بَطْشَ رَبِّكَ 
নিঃসন্দেহে হিদায়াত হলো আল্লাহর হিদায়াতهُدَى اللَّهِإِنَّ الْهُدَىٰ
এটি নিশ্চয়ই বড় কঠিনلَكَبِيرَةٌ إِنَّهَا
তার ঠিকানা হবে হাবিয়াهَاوِيَةٌأُمُّهُ
তাঁর মাতা একজন সত্যপরায়ণা নারীصِدِّيقَةٌأُمُّهُ

5 comments

  1. যারা মুবতাদা হতে পারে –
    1। ইসম/বিযুক্ত সর্বনাম/ইসমুল ইশারা
    2। মুদফ মুদফ-ইলাহি
    3। মাওসুফ সিফাহ
    4। ইসমুল ইশারা ও মুশারূন ইলাহি
    5। হরফুন নসব ও ইহার ইসম

    যারা খবর হতে পারে –
    1। ইসম
    2। মুদফ মুদফ-ইলাহি
    3। মাওসুফ সিফাহ
    4। ফিল (verb)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!