আরবি ব্যাকরণে বাক্যাংশের গুরুত্ব অপরিসীম। যেকোন ধরনের বাক্যই হোক না কেন, আপনি বাক্যাংশের ব্যবহার দেখতে পাবেন। অল্প কিছু ছোট এবং সরল বাক্য ছাড়া প্রায় সব বাক্যের মধ্যে বাক্যাংশ পাওয়া যাবে। এইজন্য বাক্যাংশ বুঝতে পারলে আপনার কুরআন বুঝার সফর/Journey অনেক সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ।
বাক্যাংশের উপর অনেকগুলো পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরণের বাক্যাংশ সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। কিন্তু হয়তো শতভাগ তুলে ধরে সম্ভব হয়নি। তবে মনে রাখবেন যেকোনো সংমিশ্রনে/combination এ বাক্যাংশ পেতে পারেন। No worries, মৌলিক বিষয়টা একই।
পরবর্তী পোস্ট থেকে আমরা নামমাত্র বাক্য/Nominal Sentence/জুমলা ইসমিয়া তৈরি করা দেখবো ইন শা আল্লাহ।