মুক্ত সর্বনাম / Detached Pronoun
মুক্ত/Detached নাম থেকে অনুমান করতে পারি এই সর্বনামগুলো কোন ইসম, হার্ফ বা ফি’লের সাথে যুক্ত অবস্থায় থাকেনা বরং সর্বদা মুক্ত অবস্থায় থাকবে। আরবি ব্যাকরণে মুক্ত সর্বনাম ১৪ টি। নিচে অর্থসহ ১৪ টি সর্বনামের তালিকা দেয়া হল:
বহুবচন | দ্বিবচন | একবচন | লিঙ্গ | পুরুষ |
---|---|---|---|---|
তারা هُمْ | তারা দুজন هُمَا | সে هُوَ | পুং | ৩য় পুরুষ |
তারা هُنَّ | তারা দুজন هُمَا | সে هِيَ | স্ত্রী | |
তোমরা أَنْتُمْ | তোমরা দুজন أَنْتُمَا | তুমি أَنْتَ | পুং | ২য় পুরুষ |
তোমরা أَنْتُنَّ | তোমরা দুজন أَنْتُمَا | তুমি أَنْتِ | স্ত্রী | |
আমরা نَحْنُ | আমি أَنَا | উভয় | ১ম পুরুষ |
মুক্ত সর্বনামগুলো সাধারণত নামমাত্র বাক্যে মুবতাদা/Subject হিসাবে কাজ করে এবং ক্রিয়াবাচক বাক্যে ফি’লের কর্তা/Doer হিসাবে কাজ করে।
MashaAllah