যুক্ত সর্বনাম বলতে কি বুঝায় ?
যুক্ত সর্বনাম বলতে ঐসকল সর্বনামগুলোকে বুঝায় যারা সর্বদা কোনো ইসম, ফি’ল অথবা হারফের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং কখনো মুক্ত অবস্থায় দেখা যায়না।
প্রতিটা ইসমের তিনটি স্টেটাস হয় যথা রফা , নাসব ও জার্। সর্বনামও যেহেতু ইসমের অন্তর্ভুক্ত, তাই প্রতিটা সর্বনামের তিনটি স্টেটাস পাওয়া যাবে। মুক্ত সর্বনামের স্টেটাস সর্বদা রফা। যুক্ত সর্বনামের স্টেটাস নাসব/জার্ হবে।
প্রতিটা মুক্ত সর্বনামের বিপরীতে এক/একাধিক যুক্ত সর্বনাম পাওয়া যাবে। নিচের চার্টে মুক্ত সর্বনামের পাশাপাশি যুক্ত সর্বনামগুলো দেখানো হল :
বহুবচন | দ্বিবচন | একবচন | লিঙ্গ | পুরুষ |
---|---|---|---|---|
هُمْ | هُمَا | هُوَ | পুং | ৩য় পুরুষ |
هِمْ I هُمْ | هِمَا I هُمَا | هِ I هُ | ||
هُنَّ | هُمَا | هِيَ | স্ত্রী | |
هِنَّ I هُنَّ | هِمَا I هُمَا | هَا | ||
أَنْتُمْ | أَنْتُمَا | أَنْتَ | পুং | ২য় পুরুষ |
كُمْ | كُمَا | كَ | ||
أَنْتُنَّ | أَنْتُمَا | أَنْتِ | স্ত্রী | |
كُنَّ | كُمَا | كِ | ||
نَحْنُ | أَنَا | উভয় | ১ম পুরুষ | |
نَا | نِيْ I يِ |
কেউ যদি অল্প অল্প করে শিখতে চান, আপনি প্রথমে পবিত্র কুরআনুল কারীমে অধিক ব্যবহৃত যুক্ত সর্বনামের তালিকা বাংলা অর্থসহ শিখে নিতে পারেন :
বহুবচন | একবচন | লিঙ্গ | পুরুষ |
---|---|---|---|
তাদেরকে/তাদের | তাকে/তার | পুং | ৩য় পুরুষ |
هِمْ I هُمْ | هِ I هُ | ||
– | তাকে/তার | স্ত্রী | |
– | هَا | ||
তোমাদেরকে/তোমাদের | তোমাকে/তোমার | পুং | ২য় পুরুষ |
كُمْ | كَ | ||
– | তোমাকে/তোমার | স্ত্রী | |
– | كِ | ||
আমাদেরকে/আমাদের | আমাকে/আমার | উভয় | ১ম পুরুষ |
نَا | نِيْ I يِ |
MashaAllah easy to memorise. Try to write the arabic term like Pronoun ( Domain).
These quizzes are very helpful and with repeated practice we will be able to master our Arabic language in sha Allah.
Alhamdulillah