সর্বনামের বৈচিত্রপূর্ণ ব্যবহার
অন্য যে কোনো ভাষার মতো, আরবি ভাষায়ও সর্বনামের বৈচিত্রপূর্ণ ব্যবহার রয়েছে। সর্বনাম বাক্যাংশ গঠনে ব্যবহৃত হয় এবং বাক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । নিম্নে সর্বনামের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখবো ইন শা আল্লাহ :
যুক্ত সর্বনাম মুদফ ইলাইহি হিসাবে
ইসমের সাথে যখনই যুক্ত সর্বনাম আসে, তখনই মুদফ ইলাইহি হিসাবে কাজ করে। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
মুদফ ইলাইহি | মুদফ | বাংলা অর্থ | মুদফ ও মুদফ ইলাইহি |
كَ | رَبُّ | তোমার প্রভু | رَبُّكَ |
هُمْ | كَيْدَ | তাদের চক্রান্ত | كَيْدَهُمْ |
هِمْ | صَلَاتِ | তাদের নামায | صَلَاتِهِمْ |
هُ | مَالُ | তার সম্পদ | مَالُهُ |
هَا | جِيدِ | তার গলা | جِيدِهَا |
যুক্ত সর্বনাম মাজরূর হিসাবে
হারফে জারের সাথে যখনই যুক্ত সর্বনাম আসে, তখনই মাজরূর হিসাবে কাজ করে। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
মাজরূর | হারফে জার | বাংলা অর্থ | জার্ মাজরূর |
---|---|---|---|
هَا | مِنْ | তার থেকে | مِنْهَا |
هِمْ | فِي | তাদের মধ্যে | فِيهِمْ |
هَا | فِي | এটার মধ্যে | فِيهَا |
هِمْ | عَلَيْ | তাদের উপর | عَلَيْهِمْ |
كَ | إِلَيْ | তোমার কাছে | إِلَيْكَ |
نِّي | عَنِّي | আমার ব্যাপারে | عَنِّي |
هُمْ | عَنْ | তাদের ব্যাপারে | عَنْهُمْ |
যুক্ত সর্বনাম হারফুন নাসবের ইসম হিসাবে
হারফুন নাসবের সাথে যখনই যুক্ত সর্বনাম আসে, তখনই হারফুন নাসবের ইসম/ইসমুহা হিসাবে কাজ করে। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
ইহার ইসম | হারফুন নাসব | বাংলা অর্থ | হারফুন নাসব ও ইহার ইসম |
هُمْ | إِنَّ | নিশ্চয়ই তারা | إِنَّهُمْ |
ي | إِنِّ | নিশ্চয়ই আমি | إِنِّي |
كَ | إِنَّ | নিশ্চয়ই তুমি | إِنَّكَ |
هُمْ | كَأَنَّ | যেন তারা | كَأَنَّهُمْ |
هُمْ | بِأَنَّ | কারণ তারা | بِأَنَّهُمْ |
كُمْ | لَعَلَّ | যাতে তোমরা | لَعَلَّكُمْ |
هُمْ | لَعَلَّ | যাতে তারা | لَعَلَّهُمْ |
نَا | لَيْتَ | হায়, আমরা | لَيْتَنَا |
যুক্ত সর্বনাম বিশেষ মুদফের মুদফ ইলাইহি হিসাবে
বিশেষ মুদফ হলো এমন কিছু ইসম যা মূলত সময়/স্থান সম্পর্কিত এবং এই ইসমগুলো যখন অন্য কোন ইসমের পূর্বে আসে তখন পরবর্তী ইসমগুলোকে মুদফ ইলাইহি جَر (Status) অবস্থায় নিয়ে যায় অর্থাৎ জার্ ফর্ম/মাজরূর হয়। সর্বনাম যেহেতু ইসমের অন্তর্ভুক্ত, সর্বনামও বিশেষ মুদফের মুদফ ইলাইহি হিসাবে কাজ করতে পারে। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
মুদফ ইলাইহি | বিশেষ মুদফ | বাংলা অর্থ | বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ |
كُم | فَوْقَ | তোমাদের উপরে | فَوْقَكُمْ |
هُ | أَمَامَ | তার সামনে | أَمَامَهُ |
هُمْ | خَلْفَ | তাদের পিছনে | خَلْفَهُمْ |
كُم | بَيْنَ | তোমাদের মধ্যে | بَيْنَكُم |
كُمْ | حَوْلَ | তোমাদের চারপাশে | حَوْلَكُمْ |
كَ | لَدُنْ | তোমার পক্ষ | لَدُنْكَ |
كُمْ | بَعْضُ | তোমরা পরস্পরের | بَعْضُكُمْ |
كُمْ | اَیُّ | তোমাদের মধ্যে কে/কোনজন | اَیُّكُمْ |
যুক্ত সর্বনাম ফি’লের মাফউল হিসাবে
ফি’লের সাথে যখন যুক্ত সর্বনাম আসে, তখন যুক্ত সর্বনাম মাফউলুন বিহি/কর্ম হিসাবে কাজ করে।ফি’লকে কাকে দ্বারা প্রশ্ন করলে এই যুক্ত সর্বনামটি পাওয়া যায় তাই এটাকে মাফউলুন বিহি/কর্ম বলে।পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
মাফউল | ফি’ল | বাংলা অর্থ | |
---|---|---|---|
كُمْ | جَعَلْنَا | আমরা তোমাদের বানিয়েছি | جَعَلْنَاكُمْ |
كُمْ | آتَيْنَا | আমরা তোমাদের দিয়েছি | آتَيْنَاكُمْ |
هُمْ | جَاءَ | সে এসেছিলো তাদের কাছে | جَاءَهُمْ |
هُمْ | ظَلَمْنَا | আমরা তাদের উপর জুলুম করেছিলাম | ظَلَمْنَاهُمْ |
মুক্ত সর্বনাম নামবাচক বাক্যে মুবতাদা হিসাবে
বাংলা অর্থ | খবর | মুবতাদা |
---|---|---|
তারা হেদায়েত প্রাপ্ত | الْمُهْتَدُونَ | هُمْ |
সে সৎকর্মশীল | مُحْسِنٌ | هُوَ |
তোমরা অন্যায়কারী | ظَالِمُونَ | أَنتُمْ |
আমরা শান্তিকামী | مُصْلِحُونَ | نَحْنُ |
তুমি রিযিকদাতাদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ الرَّازِقِينَ | أَنتَ |
তুমি পরিত্রাণকারীদের মধ্যে সর্বোত্তম | خَيْرُ الْغَافِرِينَ | أَنتَ |
মুক্ত সর্বনাম ক্রিয়াবাচক বাক্যে ফি’লের ফাই’ল হিসাবে
আরবি ব্যাকরণে প্রতিটা ফি’লের মধ্যে একটি লুকায়িত সর্বনাম থাকে। যদি ফি’লটি একটিভ ফর্মে থাকে এবং কোনো বাহ্যিক ফাই’ল না থাকে, তখন লুকায়িত সর্বনামটি ফি’লের ফাই’ল হিসাবে কাজ করে।পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :
ফাই’ল | বাংলা অর্থ | আরবি বাক্য |
---|---|---|
هُوَ | তিনি সব কিছু সৃষ্টি করেছেন | خَلَقَ كُلَّ شَيْءٍ |
أَنتُمْ | তখন তোমরা তোমাদের জন্যে কোনো কর্মবিধায়ক পাবে না | ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلً |
أَنتُمْ | তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো | ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً |
نَحْنُ | আমরা রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি | وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ |
هُمْ | কিন্তু তারা জানে না | وَلَٰكِنْ لَا يَعْلَمُونَ |
মুক্ত সর্বনাম ক্রিয়াবাচক বাক্যে ফি’লের নায়েবুল ফাই’ল হিসাবে
আরবি ব্যাকরণে প্রতিটা ফি’লের মধ্যে একটি লুকায়িত সর্বনাম থাকে। যদি ফি’লটি Passive ফর্মে থাকে এবং কোনো বাহ্যিক নায়েবুল ফাই’ল না থাকে, তখন লুকায়িত সর্বনামটি ফি’লের নায়েবুল ফাই’ল হিসাবে কাজ করে।
নায়েবুল ফাই’ল | ফি’ল | বাংলা অর্থ | |
---|---|---|---|
هُوَ | قِيلَ | তাকে বলা হলো জান্নাতে প্রবেশ কর | قِيلَ ادْخُلِ الْجَنَّةَ |
هُوَ | زُيِّنَ | এটা ফিরআউনের জন্য চিত্তাকর্ষক করা হয়েছিল | زُيِّنَ لِفِرْعَوْنَ |
আপনার যদি নাহু এবং ছারফ/Sarf সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকে, তাহলে পুরো পোস্টটি বুঝতে পারবেন। অন্যথায় আংশিক বুঝবেন।