বাক্যাংশ সনাক্তকরণ-দুয়া মাসুরা

দুয়া মাসুরা

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًۭا كَثِيرًۭا ۝ وَلَا يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّآ أَنتَ ۝ فَٱغْفِرْ لِي مَغْفِرَةًۭ مِّنْ عِندِكَ وَٱرْحَمْنِي ۝ إِنَّكَ أَنتَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ ۝

হে আল্লাহ ! নিশ্চয় আমি আমার নিজ আত্মার উপর বড় অত্যাচার করেছি, আপনি ছাড়া গুনাহ মাফকারী কেউ নেই । অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু ।

নিচের টেবিলে দুয়া মাসুরার মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
হরফুন নাসব ও ইহার ইসম নিশ্চয় আমিإِنِّيْ
মুদফ ও মুদফ ইলাইহি আমার নিজ আত্মাنَفْسِيْ
মাউসুফ সিফাহ অনেক অত্যাচারظُلْمْاً كَثِيْراً
জার্ মাজরূর আমার উপর/জন্যلِيْ 
জার্ মাজরূর/ বিশেষ
মুদফ ও মুদফ ইলাইহি
 আপনা হতেইمِنْ عِنْدِكَ
হরফুন নাসব ও ইহার ইসমনিশ্চয় আপনি إِنَّكَ

চলুন! নিচের কুইজে অংশগ্রহণ করে নিজেকে পরীক্ষা করুন।

কুইজ:

কুইজ Quiz

‘إِنِّيْ’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘إِنِّيْ’ অর্থ কী?

‘نَفْسِيْ’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘نَفْسِيْ’ অর্থ কী?

‘ظُلْمْاً كَثِيْراً’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘ظُلْمْاً كَثِيْراً’ অর্থ কী?

‘لِيْ’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘لِيْ’ অর্থ কী?

‘مِنْ عِنْدِ’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘مِنْ عِنْدِكَ’ অর্থ কী?

‘إِنَّكَ’ শব্দের বাক্যাংশের নাম কী?

এই বাক্যাংশটির ‘إِنَّكَ’ অর্থ কী?

3 thoughts on “বাক্যাংশ সনাক্তকরণ-দুয়া মাসুরা”

  1. Mohammed Abdul Halim

    মা শা আল্লাহ। অত্যন্ত ব্যতিক্রমী উদ্যোগ। আল্লাহ কবুল করুন।

Comments are closed.

Scroll to Top