বাক্যাংশ সনাক্তকরণ-দুরুদ শরীফ

দুরুদ শরীফ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশধরের প্রতি রহমত নাযিল করো যেমন রহমত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বরকত নাযিল করো যেমন বরকত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান I

নিচের টেবিলে দুরুদ শরীফের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূরমুহাম্মাদের (সা.) উপর عَلَى مُحَمَّدٍ
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
মুহাম্মাদের (সা.) 
বংশধরের উপর 
عَلَى آلِ مُحَمَّدٍ
জার্ মাজরূরযেমন  كَمَا
জার্ মাজরূরইবরাহীমের (আ:) উপর عَلَى إِبْرَاهِيمَ 
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
ইবরাহীমের (আ:) 
বংশধরের উপর 
عَلَى آلِ إِبْرَاهِيمَ
হরফুন নাসব ও ইহার ইসমনিশ্চয় আপনি إِنَّكَ

2 comments

  1. كما এটা কিভাবে যার মাজরুর একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
    على ال ابراهيم এটা মোজাফুন ইলাইহি টা বুঝি নাই।

Comments are closed.

error: Content is protected !!