পবিত্র কুরআনুল কারীমে উল্লেখিত ২৫ জন নবীর নাম

পবিত্র কুরআনুল কারীম বুঝার জন্য কুরআনের শব্দভাণ্ডার (vocabulary) অনেক গুরুত্বপূর্ণ। আমরা যতই ব্যাকরণ শিখিনা কেন, শুধু ব্যাকরণ দিয়ে পবিত্র কুরআনুল কারীমের অর্থ বুঝা সম্ভব নয়। তাই একই সাথে আমাদের কুরআনের শব্দভাণ্ডারও শিখতে হবে । পবিত্র কুরআনুল কারীমে ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের আলোচনা বিভিন্ন সূরায় একাধিক জায়গায় স্থান পেয়েছে। আবার কোনো কোনো নবীর নামে সূরার নামকরণ করা হয়েছে যেমন :

সূরা ইউনুস (يُونُسُ)সূরা ইব্রাহীম (إِبْرَاهِيمُ)
সূরা হুদ (هُودٌ)সূরা মুহাম্মাদ (مُحَمَّدٌ)
সূরা ইউসুফ (يُوسُفُ)সূরা নূহ (نُوحٌ)

ইন শা আল্লাহ এই পোস্টে ২৫ জন নবীর নাম এবং পবিত্র কুরআনুল কারীমে তাদের নাম কতবার উল্লেখ করা হয়েছে তা জানবো :

নবীর নামউল্লেখিত সংখ্যানবীর নামউল্লেখিত সংখ্যা
مُحَمَّدٌ (মুহাম্মাদ)شُعَيْبٌ (শোয়াইব)১১
عِيسَىٰ ( ঈসা)২৫يُوسُفُ (ইউসুফ)২৭
يَحْيَىٰ (ইয়াহইয়া)يَعْقُوبُ (ইয়াকুব)১৬
زَكَرِيَّا (যাকারিয়্যা)إِسْحَاقُ (ইসহাক)১৭
الْيَسَعَ (আলইয়াসা) إِسْمَاعِيلُ (ইসমাঈল)১২
إِلْيَاسُ (ইলিয়াস)إِبْرَاهِيمُ (ইব্রাহীম)৬৯
يُونُسُ (ইউনুস)لُوطٌ (লুত)২৭
ذُو الْكِفْلِ (যুলকিফল)صَالِحٌ (সলেহ)
أَيُّوبُ (আইয়ুব)هُودٌ (হুদ)
سُلَيْمَانُ
(সুলায়মান)
১৭نُوحٌ (নুহ)৪৩
دَاوُودُ (দাউদ)১৬إِدْرِيسُ (ইদরিস)
مُوسَىٰ (মুসা)১৩৬ آدَمُ (আদম)২৫
هَارُونُ (হারুন)২০
প্রত্যেক নবীর নাম পড়ার সময় আলাইহিস সালাম পড়বেন এবং আমাদের রসূলের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!