বাক্যাংশ-২ মুদফ ও মুদফ ইলাইহি 

মুদফ এবং মুদফ ইলাইহি

দুটি ইসমের মধ্যে সাধারণত মালিকানার (সংশ্লিষ্টতার) সম্পর্ক বুঝানোর জন্য এই বাক্যাংশ ব্যবহৃত হয়।  যে মালিক হয় তাকে বলে “মুদফ-ইলাইহি” مضاف اليه এবং যাকে/যেই বস্তুটি কারো মালিকানায় থাকে তাকে বলে মুদফ مضاف বাংলায় সাধারণত মুদফ ও মুদফ ইলাইহির মধ্যে একটি ”  ” এর সম্পর্ক পাওয়া যায়।  যেমন : 

বাক্যাংশ
মুদফ ও মুদফ ইলাইহি
মুদফ ইলাইহি
জিনিসটা কার/কিসের 
মুদফ
জিনিসটা কী 
রাজশাহীর আমরাজশাহীরআম
মদিনার মাসজিদমদিনারমাসজিদ
আমার কলম আমারকলম 
তার বইতারবই
জামালের মোটরসাইকেল জামালেরমোটরসাইকেল 

মুদফ এবং মুদফ ইলাইহি  হওয়ার শর্ত :

  • মুদফ অবশ্যই LIGHT হবে ;
  • মুদফ ইলাইহি জার ফর্ম/মাজরূর হবে ;
  • তবে মুদফ  যেকোন স্ট্যাটাসের হতে পারে
  • মুদফ এবং মুদফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না

নিচে মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

মুদফ ইলাইহিমুদফবাংলা অর্থমুদফ ও মুদফ ইলাইহি
كَرَبُّতোমার প্রভুرَبُّكَ
هُمْكَيْدَতাদের চক্রান্তكَيْدَهُمْ
هِمْإِيلَافِতাদের নিরাপত্তাإِيلَافِهِمْ
هِمْصَلَاتِতাদের নামাযصَلَاتِهِمْ
كُمْدِينُতোমাদের ধর্মدِينُكُمْ
يدِينِআমার ধর্মدِينِ
كَشَانِئَতোমার
বিদ্বেষকারী
شَانِئَكَ
هُمَالُতার সম্পদمَالُهُ
هُامْرَأَتُতার স্ত্রীامْرَأَتُهُ
هَاجِيدِতার গলাجِيدِهَا
كَسُبْحَانَতোমার পবিত্রতাسُبْحَانَكَ
كَحَمْدِতোমার প্রশংসাحَمْدِكَ
كَإِسْمُতোমার নামإِسْمُكَ
كَجَدُّতোমার গৌরবجَدُّكَ
هُبَرَكَاتُতাঁর বরকতبَرَكَاتُهُ
هُعَبْدُতাঁর বান্দাعَبْدُهُ
الْفِيلِأَصْحَابِহস্তির-বাহিনীأَصْحَابِ الْفِيلِ
اللَّهِنَصْرُআল্লাহ্‌র সাহায্যنَصْرُ اللَّهِ
هِمْصَلَاتِতাদের নামাযصَلَاتِهِمْ
اللَّهِدِينِআল্লাহ্‌র ধর্ম دِينِ اللَّهِ
الْحَطَبِحَمَّالَةَইন্ধন বহনকারীحَمَّالَةَ الْحَطَبِ
لَهَبٍذَاتَলেলিহান শিখা সম্বলিতذَاتَ لَهَبٍ
الْفَلَقِرَبِّপ্রভাতের পালনকর্তাرَبِّ الْفَلَقِ
غَاسِقٍشَرِّঅন্ধকারের অনিষ্টشَرِّ غَاسِقٍ
النَّفَّاثَاتِشَرِّজাদুকারিনীদের অনিষ্টشَرِّ النَّفَّاثَاتِ
حَاسِدٍشَرِّহিংসুকের অনিষ্টشَرِّ حَاسِدٍ 
النَّاسِرَبِّমানুষদের প্রভুرَبِّ النَّاسِ
النَّاسِمَلِكِমানুষদের মালিকمَلِكِ النَّاسِ
النَّاسِإِلَٰهِমানুষদের উপাস্যإِلَٰهِ النَّاسِ
الْوَسْوَاسِشَرِّকুমন্ত্রণার অনিষ্টشَرِّ الْوَسْوَاسِ
النَّاسِصُدُورِমানুষদের অন্তরসমূহصُدُورِ النَّاسِ
اللَّهِرَحْمَةُ আল্লাহর রহমত رَحْمَةُ اللَّهِ
اللهِعِبَادِআল্লাহর বান্দাعِبَادِ اللهِ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!