নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম্মা (لَمَّا) ব্যবহার করে না বোধক (not yet) বাক্যের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :
বাংলা অর্থ | আরবি আয়াত |
আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীল | لَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ |
এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি | لَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ |
বরং ওরা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি | بَلْ لَمَّا يَذُوقُوا عَذَابِ |
আর তাদের মধ্যে থেকে অন্যান্যদের যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয়নি | وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ |
লাম্মা (لَمَّا) হরফটি পবিত্র কুরআনুল কারীমে না বোধক (not yet) বাক্যের জন্য যতবার ব্যবহৃত হয়েছে, তার থেকে অনেক বেশি ব্যবহৃত হয়েছে “যখন/When” অর্থে। লাম্মা (لَمَّا) হরফটির পূর্বে ফা/ف (فَلَمَّا অতঃপর যখন) এবং ওয়াও/و (وَلَمَّا এবং/আর যখন) এর ব্যবহারও অনেক দেখা যায়।
লাম্মা (لَمَّا) “যখন/When” অর্থে ব্যবহারের ক্ষেত্রে ফি’লের কোন রূপ পরিবর্তন হয়না। নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম্মা (لَمَّا) “যখন/When” অর্থে ব্যবহার করে আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :
বাংলা অর্থ | আরবি আয়াত |
আর যখন তাঁর কাছে পরিস্কার হলো | ……فَلَمَّا تَبَيَّنَ لَهُ |
অতঃপর যখন তাদের প্রতি জেহাদের নির্দেশ দেয়া হল | فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ |
অতঃপর যখন আমরা তাদের থেকে মহামারী দূর করলাম | فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ |
আর যখন মূসা ফিরে এলেন তাঁর লোকদের কাছে | وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ |
অতঃপর যখন ইব্রাহীম (আঃ) থেকে ভয় চলে গেল | فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ |
অতঃপর যখন তারা তাঁর (ইউসুফের) কাছে পৌঁছল | فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ |
আর যখন তিনি তাঁর যৌবনে পৌঁছলেন | وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ |
অতঃপর যখন তিনি চন্দ্রকে (উদিত হতে) দেখলেন | فَلَمَّا رَأَى الْقَمَرَ |
অতঃপর তিনি যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল | فَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا |
আর যখন সত্য তাদের কাছে আগমন করল | وَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ |
উপরোক্ত টেবিলের শেষ তিনটি প্যাটার্ন ( لَمَّا جَاءَ….. .بِ, فَلَمَّا رَأَى এবং لَمَّا جَاءَ অনেকবার এসেছে। মনে রাখলে অর্থ বুঝা অনেক সহজ হবে ইন শা আল্লাহ !