লাম (لَمْ) ব্যবহার করে না বোধক বাক্যের কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম (لَمْ) ব্যবহার করে না বোধক বাক্যের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
অথবা তাদের সতর্ক নাই করেন, ওরা
ঈমান আনবে না
أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
তুমি কি জান না যে আল্লাহ্ নিঃসন্দেহে
সব-কিছুর উপরে সর্বশক্তিমান?
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
কোন পুরুষমানুষ আমায় স্পর্শ করে নিلَمْ يَمْسَسْنِي بَشَرٌ
তাদের হৃদয় ঈমান আনে নিلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ
যে বিচার করেনি আল্লাহ্ যা অবতারণ
করেছেন তার দ্বারা
مَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ 
যদি তুমি আমাদের ক্ষমা না করে থাকোوَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا 
তারা তাতে প্রবেশ করে নিلَمْ يَدْخُلُوهَا 
যিনি কোনো সন্তান গ্রহণ করেন নিالَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا
তিনি তাতে কোন বক্রতা রাখেননিلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا
আমার প্রভুর সাথে আমি কাউকেও
শরীক করি নাই
لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا
আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননিلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا 
সে তার প্রভুর নির্দেশাবলীতে বিশ্বাস
স্থাপন করেনি
لَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে
দিই নি?
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন
করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় প
র্যবসিত করেন নি?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম
নেনও নি
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!