বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল আসর

সূরা আল আসর

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

وَالْعَصْرِ ١ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ ٢ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ٣

কসম যুগের (সময়ের), নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

নিচের টেবিলে সূরা আল আসরের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূরকসম যুগের (সময়ের)وَالْعَصْرِ
হারফুন নাসব ও ইহার ইসমনিশ্চয় মানুষإِنَّ الْإِنسَانَ
জার্ মাজরূরক্ষতির মধ্যেفِي خُسْرٍ 
জার্ মাজরূরসত্যের সাথেبِالْحَقِّ
জার্ মাজরূরসবরের সাথেبِالصَّبْرِ 

2 thoughts on “বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল আসর”

  1. MD. Maruful Hoque

    মাশাআল্লাহ! বাক্য অংশগুলোকে কালার কোড দিয়ে উপস্থাপন করা যেতে পারে। জাজাকাল্লাহু খায়রান

  2. আব্দুল্লাহ আল মামুন

    আলহামদুলিল্লাহ! “!!
    খুব ভাল লাগলো। তবে কালার কোডেড আরো ভাল হত

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top