হেভি বনাম লাইট 

হেভি/Heavy

স্বাভাবিকভাবে একটি ইসম সবসময় হেভি/Heavy ফর্মে থাকবে।  হেভি ফর্মে একবচনের ক্ষেত্রে তানউইন  পাওয়া যাবে। দুই পেশ, দুই যবর, দুই যের কে তানউইন বলা হয়। তানউইনের ভিতরে নূন সাকিন লুকায়িত থাকে। দ্বিবচন ও বহুবচনের ক্ষেত্রে একটি দৃশ্যমান নূন ن  হরফ আসে। যেমন: 

Muslimun Chart Masculine Heavy Form

লাইট/Light

লাইট ফর্মে একবচনের ক্ষেত্রে কোন তানউইন থাকেনা এবং দ্বিবচন ও বহুবচনের ক্ষেত্রে একটি অতিরিক্ত নূন ن হরফ আসে না।  তবে মূল শব্দের গঠনের মধ্যে নূন থাকলে সেটি ভিন্ন কথা। তাছাড়া ইসমের শুরুতে কোন অতিরিক্ত আলিফ লাম থাকেনা তবে মূল শব্দের গঠনের মধ্যে আলিফ লাম  থাকলে সেটি ভিন্ন কথা।যেমন : 

Muslimun Chart Masculine Light Form

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” লাইট ফর্মের ব্যবহার ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

10 comments

  1. আপনাদের এই ওয়েব সাইট পেয়ে যারপরনাই আল্লাহর শুকরিযা আদায় করছি ও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আলহামদুলিল্লাহ অনেক ভাল একটি ওয়েব সাইট।

  2. সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।জাজাকাল্লাহ খইরান।

  3. মন চাইলে নিজের মত করে পড়তে পারছি। আলহামদুলিল্লাহ

  4. লাইট ফর্ম কখন ব্যবহৃত হয়, জানাবেন?

  5. এই উদ্যোগটা খুব ভালো হয়েছে ।
    কোন কিছু বুঝতে অসুবিধা হলে এখানে এসে ধীরে ধীরে পড়ে বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ।
    জাযাকাল্লাহ খইরন

  6. আলহামদুলিল্লাহ ভাল উদ্যোগ,।আমার খুব উপকারে এসেছে। জাজাকাল্লাহ খাইর

Comments are closed.

error: Content is protected !!