মুদফ ও মুদফ ইলাইহি এবং মাউসুফ সিফাহর সমন্বিত বাক্যাংশ

একটি বাক্যের মধ্যে শুধুমাত্র একটি বাক্যাংশ থাকতে পারে আবার অন্য একটি/একাধিক বাক্যাংশের সাথে সমন্বিতভাবে/মিলিতভাবে (in an integrated way) থাকতে পারে। এই পোস্টে আমরা দেখবো মুদফ ও মুদফ ইলাইহি এবং মাউসুফ সিফাহ কিভাবে সমন্বিতভাবে থাকতে পারে।

এরকম ক্ষেত্রে আমরা দুইটি অবস্থা দেখতে পাবো। প্রথমত মুদফ একই সাথে মাউসুফ হিসাবে কাজ করে ও এই মাউসুফের জন্য একটি/একাধিক সিফাহ আসে। দ্বিতীয়ত মুদফ ইলাইহি একই সাথে মাউসুফ হিসাবে কাজ করে ও এই মাউসুফের জন্য একটি/একাধিক সিফাহ আসে।এখন পবিত্র কুরআন থেকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝার চেষ্টা করি।

এই টেবিলটিতে দেখবো কিভাবে মুদফ একই সাথে মাউসুফ হিসাবে কাজ করে

সিফাহমুদফ ইলাইহিমুদফ/মাউসুফবাংলা অর্থসমন্বিত বাক্যাংশ
الْكَرِيمِكَرَبِّআপনার দয়াময় প্রভুরرَبِّكَ الْكَرِيمِ
الْأَعْلَىكَرَبِّআপনার মহান প্রভুরرَبِّكَ الْأَعْلَى
الْمُوقَدَةُاللَّهِنَارُআল্লাহর
প্রজ্জ্বলিত অগ্নি
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
الدُّنْيَانَاحَيَاتُআমাদের পার্থিব জীবনحَيَاتُنَا الدُّنْيَا

এই টেবিলটিতে দেখবো কিভাবে মুদফ ইলাইহি একই সাথে মাউসুফ হিসাবে কাজ করে

সিফাহমুদফ ইলাইহি/
মাউসুফ
মুদফবাংলা অর্থসমন্বিত বাক্যাংশ
الرَّحْمَٰنِاللَّهِاسْمِকরুণাময়
আল্লাহর নাম
اسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الْمُبِينِالْكِتَابِآيَاتُ সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহآيَاتُ الْكِتَابِ الْمُبِينِ

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!