জার্ মাজরূর এবং মাউসুফ সিফাহর সমন্বিত বাক্যাংশ

একটি বাক্যের মধ্যে শুধুমাত্র একটি বাক্যাংশ থাকতে পারে আবার অন্য একটি/একাধিক বাক্যাংশের সাথে সমন্বিতভাবে (in an integrated way) থাকতে পারে। এই পোস্টে আমরা দেখবো জার্ মাজরূর এবং মাউসুফ সিফাহ কিভাবে সমন্বিতভাবে থাকতে পারে। এরকম ক্ষেত্রে প্রথমে জার্ মাজরূর বাক্যাংশ আসে এবং মাজরূর অংশটি একই সাথে মাউসুফ হিসাবে কাজ করে ও এই মাউসুফের জন্য একটি/একাধিক সিফাহ আসে। প্রথমে কিছু বাংলা উদাহরণের মাধ্যমে নিচের টেবিল থেকে বিষয়টা বুঝার চেষ্টা করি :

জার্ মাজরূর ও মাউসুফ
সিফাহর সমন্বিত বাক্যাংশ
হরফে জার্মাজরূর/মাউসুফসিফাহ
নতুন বইটির মধ্যেমধ্যেবইটিরনতুন
দামি ঘড়িটির জন্যজন্যঘড়িটিরদামি
পুরানো বাড়িটি থেকেথেকেবাড়িটিপুরানো
সুন্দর মসজিদের দিকেদিকেমসজিদের সুন্দর

এখানে লক্ষ্যণীয় বিষয় হল মাঝখানের শব্দটি একই সাথে মাজরূর এবং মাউসুফের ভূমিকা পালন করছে। এখন পবিত্র কুরআন থেকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝার চেষ্টা করি :

সিফাহমাজরূর/মাউসুফহরফে জার্বাংলা অর্থজার্ মাজরূর ও
মাউসুফ সিফাহর
সমন্বিত বাক্যাংশ
الْعَظِيمِالنَّبَإِعَنমহাসংবাদ সন্বন্ধেعَنِ النَّبَإِ الْعَظِيمِ
رَّاضِيَةٍ عِيشَةٍفِيসন্তোষজনক
জীবনের মধ্যে
فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
الْمَبْثُوثِالْفَرَاشِكَবিক্ষিপ্ত
পঙ্গপালের মতো
كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
الْمَنفُوشِالْعِهْنِكَধুনিত পশমের মতكَالْعِهْنِ الْمَنفُوشِ
مُّمَدَّدَةٍعَمَدٍفِيলম্বা খুঁটির মধ্যেفِي عَمَدٍ مُّمَدَّدَةٍ
مَّأْكُولٍ عَصْفٍكَভক্ষিত তৃণের মতكَعَصْفٍ مَّأْكُولٍ
مَّحْفُوظٍ لَوْحٍفِيসুরক্ষিত ফলকেفِي لَوْحٍ مَّحْفُوظٍ
الْأُولَىٰالصُّحُفِفِيপূর্ববতী কিতাবসমূহেفِي الصُّحُفِ الْأُولَىٰ
آنِيَةٍعَيْنٍمِنْফুটন্ত নহর থেকেمِنْ عَيْنٍ آنِيَةٍ
عَالِيَةٍ جَنَّةٍفِيসুউচ্চ জান্নাতেفِي جَنَّةٍ عَالِيَةٍ
كَبِيرٍ ضَلَالٍفِيমহা বিভ্রান্তির মধ্যেفِي ضَلَالٍ كَبِيرٍ

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!