বহুল ব্যবহৃত ফি’ল । সারণি -৭ উদাহরণসহ

دَخَلَ جَنَّتَهُدَخَلَ – يَدْخُلُ
সে তার জান্নাতে প্রবেশ করলপ্রবেশ করা
أَسْتَغْفِرُ اللَّهَاسْتَغْفَرَ – يَسْتَغْفِرُ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাইক্ষমা প্রার্থনা করা
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ
إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا
مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا
اسْتَطَاعَ – يَسْتَطِيعُ
হে জিন ও মানবসমাজ! যদি তোমরা আসমান ও জমিনের
সীমানা অতিক্রম করতে পারো, তবে অতিক্রম করো
সক্ষম হওয়া
مَلِكِ النَّاسِمَلَكَ – يَمْلِكُ
মানুষের রাজাঅধিকারী হওয়া
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ
ثُمَّ لَمْ يَحْمِلُوهَا
كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا
حَمَلَ – يَحْمِلُ
যাদের তাওরাত বহন করতে বলা হয়েছিল,
কিন্তু তারা তা বহন করল না,
তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যে বই বহন করে
বহন করা
الرَّحْمَٰنُ عَلَّمَ الْقُرْآنَعَلَّمَ – يُعَلِّمُ
পরম করুণাময় কুরআন শিক্ষা দিয়েছেনশিক্ষা দেওয়া
الَّذِينَ هُمْ يُرَاءُونَأَرَى – يَرَى
যারা লোক দেখানো করেদেখানো
نَتْرُكُ مَنْ يُفَجِّرُكَتَرَكَ – يَتْرُكُ
আমরা তাকে ছেড়ে দিই যে তোমাকে ধ্বংস করেত্যাগ করা
تَوَكَّلْتُ عَلَى اللَّهِتَوَكَّلَ – يَتَوَكَّلُ
আমি আল্লাহর উপর ভরসা করেছিভরসা করা
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا
نَسِيَا حُوتَهُمَا
بَلَغَ – يَبْلُغُ
যখন তারা দু’জন মিলনস্থলে পৌঁছাল,
তারা তাদের মাছটি ভুলে গেল
পৌঁছানো
اللَّهُمَّ نَخْشَى عَذَابَكَخَشِيَ – يَخْشَى
হে আল্লাহ, আমরা তোমার শাস্তিকে ভয় করিভয় করা
وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِاهْتَدَى – يَهْتَدِي
আল্লাহ যাকে পথ দেখান,
সেই-ই সঠিক পথপ্রাপ্ত
পথ পাওয়া
حَرَّمَ اللَّهُ عَلَيْنَا الْخَمْرَحَرَّمَ – يُحَرِّمُ
আল্লাহ আমাদের উপর মদ হারাম করেছেনহারাম করা
بِاسْمِ اللَّهِ أَحْيَا وَأَمُوتُمَاتَ – يَمُوتُ
আল্লাহর নামে আমি বেঁচে থাকি এবং মারা যাইমারা যাওয়া
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًافَتَحَ – يَفْتَحُ
নিশ্চয়ই আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় প্রদান করেছিখোলা / বিজয় দান
error: Content is protected !!
Scroll to Top