পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু নির্বাচিত আদেশ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে আমাদের জন্য কিছু নির্বাচিত আদেশের আরবি আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থ (রেফারেন্স)আরবি আয়াত
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো (২:২০৮)ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً 
আর আল্লাহর কাছে ক্ষমা চাও (২:১৯৯)وَاسْتَغْفِرُوا اللَّهَ ۚ
শুকরিয়া আদায় কর আল্লাহর (২:১৭২)وَاشْكُرُوا لِلَّهِ 
তোমরা একে অন্যের সাথে সৎকর্মে প্রতিযোগিতা করো (২:১৪৮)فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
আর তোমরা আল্লাহ্‌র রাস্তায় খরচ করো (২:১৯৫)وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ 
অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো (২:১৫২)فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাও (২:১৫৩)اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী হতে খাও (২:১৮৬)كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا 
আর মাতাপিতার সাথে সদ্ব্যবহার করো, এবং আ‌ত্মীয়স্বজন, এতিম, আর মিসকিনদের সাথে (২:৮৩)وَبِالْوَالِدَيْنِ إِحْسَانا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ 
আর লোকদের সাথে উত্তমভাবে কথা বলো (২:৮৩)وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا
নামায প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও (২:৮৩)وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ 
হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট
সময়ের জন্যে ঋনের আদান-প্রদান কর,
তখন তা লিখে রাখো (২:২৮২)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ
আর যখন তোমাদেরকে যদি কেউ অভিবাদন
জানায়, তাহলে তোমরাও তাকে তার চেয়ে
উত্তমভাবে অভিবাদন জানাও অথবা
তারই মতো। (৪: ৮৬ )
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا
তোমরা তোমাদের স্বীয় শপথসমূহ রক্ষা করো
(৫: ৮৯)
وَاحْفَظُوا أَيْمَانَكُمْ
তোমরা ইনসাফের সাথে পূর্ণ মাপ ও ওজন দাও
(৬: ১৫২)
وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ
ক্ষমা করাকে অভ্যাস বানাও (৭: ১৯৯)خُذِ الْعَفْوَ  
আর সৎকাজের নির্দেশ দাও (৭: ১৯৯)وَأْمُرْ بِالْعُرْفِ 
আর জাহেলদের পরিহার করে চলো (৭: ১৯৯)وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক
কথা বলো (৩৩: ৭০)
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا 
তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে
কম দিয়ো না (৫৫: ৯)
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ 

উল্লিখিত সকল বাক্যগুলো ফি’ল আমরের উদাহরণ। কিছু ফি’লের মধ্যে এক বা একাধিক অবস্থানে রুট বর্ণ أ , و এবং ي থাকার কারণে দেখতে একটু জটিল মনে হতে পারে। নিচের টেবিল থেকে দেখে নিতে পারেন কোন ফি’লটি কোন্ কোন্ রুট বর্ণ থেকে এসেছে:

ব্যবহৃত ফি’লরুট বর্ণ
قُولُواق و ل
أَقِيمُواق و م
خُذأ خ ذ
حَيُّواح ي ي
أَمَرَأَ م ر
اتَّقُواو ق ي

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!