ইসম ফাই’ল

ইসম ফাই’ল (اسم فاعل )

ইসম ফাই’ল একটি কর্মের/ক্রিয়ার (ফি’লের) কর্তাকে বোঝায়। যেমন বাংলা ভাষায় যিনি শিক্ষা দেয়ার কাজটি করেন তাকে বলা হয় শিক্ষক অথবা যিনি বিক্রি করেন তাকে বলা হয় বিক্রেতা । এখানে শিক্ষক এবং বিক্রেতা দুটি ইসম ফাই’লের উদাহরণ।অতএব, ইসম ফাই’ল সর্বদা ক্রিয়া থেকে উদ্ভূত একটি ইসম।এটি ফি’লের ফ্যামিলির (ছোট ফ্যামিলি এবং বড় ফ্যামিলি) উপর নির্ভর করে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে ইসম ফাই’লে রূপান্তরিত হয়। আমরা নিচের টেবিলে দেখবো কিভাবে একটি ফি’ল/ক্রিয়া থেকে ইসম ফাই’ল হয়:

ফ্যামিলিপ্যাটার্নবৈশিষ্ট্য
ফ্যামিলি :১
(ছোট ফ্যামিলি)
فَاعِلٌ-ফা ف বর্ণের সাথে যবর ও একটি খালি আলিফ বসবে ;
-আ’ইন ع বর্ণের সাথে যের বসবে ;
-লাম ل বর্ণের সাথে দুই পেশ (তানবীন) বসবে I
ফ্যামিলি :২-৪
(বড় ফ্যামিলি)
مُعَلِّمٌ
مُجَاهِدٌ
مُسْلِمٌ
-বর্তমান কালের হুয়া ফর্মের ফি’লের يُ
কে مُ দ্বারা পরিবর্তন করতে হবে ;
-শেষের হরফের সাথে দুই পেশ (তানবীন) যুক্ত
করতে হবে I
ফ্যামিলি :৫-৬
(বড় ফ্যামিলি)

مُتَعَلِّمٌ
مُتَسَاءِلٌ
-বর্তমান কালের হুয়া ফর্মের ফি’লের يَ
কে مُ দ্বারা পরিবর্তন করতে হবে ;
-আ’ইন ع বর্ণের সাথে যের বসবে ;
-শেষের হরফের সাথে দুই পেশ (তানবীন)
যুক্ত করতে হবে I
ফ্যামিলি :৭,৮,১০
(বড় ফ্যামিলি)
مُنْقَلِبٌ
مُقْتَرِبٌ
مُسْتَغْفِرٌ
-বর্তমান কালের হুয়া ফর্মের ফি’লের يَ
কে مُ দ্বারা পরিবর্তন করতে হবে ;
-শেষের হরফের সাথে দুই পেশ (তানবীন)
যুক্ত করতে হবে I

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু বহুল ব্যবহৃত ফি’ল, তার রুট বর্ণ এবং পবিত্র কুরআনুল কারীমে ব্যবহৃত ইসম ফাই’লের (اسم الفاعل) রূপ বাংলা অর্থ সহ দেয়া হলো:

বাংলা অর্থইসম ফাই’লরুট বর্ণফি’ল
কর্তাفَاعِلٌف ع لفَعَلَ
বক্তাقَائِلٌق و لقَالَ
ইবাদতকারীعَابِدٌع ب دعَبَدَ
জ্ঞানীعَلِيمٌ ع ل معَلِمَ
বানানেওয়ালাجَاعِلٌ ج ع لجَعَلَ
অবিশ্বাসীগণكَافِرُونَك ف ركَفَرَ
আমলকারীعَامِلٌع م لعَمِلَ
সৃষ্টিকর্তাخَالِقٌخ ل قخَلَقَ
প্রত্যাবর্তনকারীرَاجِعُونَر ج عرَجَعَ
মিথ্যাবাদী
মিথ্যা আরোপকারী
كَاذِبٌ
مُكَذِّبُونَ
ك ذ بكَذَبَ
كَذَّبَ
আল্লাহভীরুগণمُتَّقُونَو ق يٱتَّقَىٰ
বিশ্বাসীمُؤْمِنٌأ م نءَامَنَ
অংশীদারকারীمُشْرِكُونَش ر كأَشْرَكَ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!