এই ব্লগটি আপনাকে কিভাবে সাহায্য করবে !!

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, পবিত্র কুরআনুল কারীমের ব্যাকরণ শিখতে আপনাকে স্বাগতম। যারা আগে কোনো দ্বীনি প্রতিষ্ঠানে ব্যাকরণ পড়ার সুযোগ পাননি, তাদের জন্যই এই ওয়েবসাইটটি সহজভাবে সাজানো হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে, ইন শা আল্লাহ, আপনি পবিত্র কুরআনের আয়াতগুলোর অর্থ উপলব্ধি করতে পারবেন।

এখানে দুটি প্রধান বিভাগ হলো নাহু/Nahwছারফ/Sarf। নাহুতে আপনি বাক্যগঠন ও ই‘রাবের নিয়ম শিখবেন, আর ছারফ আপনাকে শব্দ ও ক্রিয়ার রূপান্তর বোঝাতে সাহায্য করবে। আপনার সুবিধার জন্য প্রতিটি বিভাগ ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।

এছাড়াও রয়েছে Quiz এবং Quranic Vocabulary বিভাগ, যা আপনাকে শেখা বিষয়গুলো অনুশীলন ও মনে রাখতে সহায়তা করবে।

যদি কখনো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাদের ইউটিউব চ্যানেল থেকে রেকর্ডেড ক্লাস দেখতে পারেন। পাশাপাশি, হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকে লাইভ সাপোর্ট ও আপডেটের খবর সহজেই পাবেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের প্রচেষ্টা কবুল করুন, শেখা ও শেখানোকে সহজ করুন। আমিন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

এই কোর্স করে কী শিখবো ?

পবিত্র কুরআনুল কারীম পড়ে অথবা শুনে নিজে নিজেই অর্থ বুঝতে পারবেন ইন শা আল্লাহ !

আমি কুরআন পড়তে পারি কিন্তু আমার উচ্চারণ শুদ্ধ নয় , এই কোর্স করে আমার উপকার হবে?

জি অবশ্যই উপকার হবে । উচ্চারণ ঠিক না থাকলেও আপনি গ্রামার বুঝতে পারবেন এবং আপনার উচ্চারণ শুদ্ধ হওয়ার জন্য এই কোর্সটি সহায়ক হবে ইন শা আল্লাহ !

আমি কী এই কোর্সটি বিনামূল্যে করতে পারবো?

জি অবশ্যই ! এই কোর্সটি সকলের জন্য বিনামূল্যে উন্মুক্ত। নিচের হোয়াটস্যাপ/টেলিগ্রাম আইকন ক্লিক করে এখনই যুক্ত হয়ে যান।

আপনাদের লাইভ ক্লাস কখন হয় ?

আলহামদুলিল্লাহ ! প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত ৯:০০ ঘটিকায় (গ্রীষ্মকালে রাত ৯:১৫ ঘটিকায়) জ্যুমের (Zoom) মাধ্যমে লাইভ ক্লাস হয় ।

ক্লাসের লিংক কোথায় পাবো?

আমরা আমাদের হোয়াটস্যাপ গ্রুপটেলিগ্রাম গ্রুপে ক্লাস শুরু হওয়ার আগে লিংক শেয়ার করি।

আপনাদের ক্লাস রেকর্ডেড থাকে ? চাইলে পরেও দেখতে পাবো ?

হ্যা আমাদের ক্লাস রেকর্ডেড থাকে, আপনি চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন।

8 thoughts on “এই ব্লগটি আপনাকে কিভাবে সাহায্য করবে !!”

  1. করুনা মোহাম্মদ

    আসসালামু আলাইকুম
    আপনাদের এই ক্লাসে যুক্ত থেকে কতটা যে উপকৃত হয়েছি – তার জন্য আল্লাহর শুকরিয়া ও আপনাদের জন্য দোয়া। আল্লাহ যেন আপনাদেরএই পরিশ্রম আখেরাতের কামিয়াবীর সিরি হিসেবে কবুল করেন -আমিন

  2. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

  3. Alhamdulillah,, really,, the most profitable business for this duniya and the ankhirah….

  4. মাশাআল্লাহ খুব সুন্দর উদ্যোগ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

  5. আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম শেখার এই প্লাটফর্মে যুক্ত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবার প্রচেষ্টা আল্লাহ কবুল করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top