এই সিরিজে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত ইসম ও হারফের তালিকা উদাহরণসহ দেয়া হবে ইন শা আল্লাহ !
উদাহরণ | অর্থ | শব্দের ধরণ | শব্দ |
---|---|---|---|
مِنْ شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে | হতে, থেকে, চেয়ে | হারফ | مِن |
اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী | আল্লাহ | ইসম | ٱللَّه |
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে | মধ্যে | হারফ | فِى |
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ বলে দিন, নিশ্চয়ই যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ | নিশ্চয়ই | হারফ | إِنَّ |
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী | উপর | হারফ | عَلَىٰ |
Very important way to understand Quran.
Alhamdulillah