ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-৭ : ফি’ল + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল

প্যাটার্ন -৭ : ফি’ল + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে চারটি উপাদান থাকবে যথা ফি’ল, ফা’ইল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল। যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্যে (Active) ফর্মে থাকবে।ফি’ল সর্বদা অতীত বা বর্তমান/ভবিষ্যত কালের هُوَ অথবা هِيَ ফর্মে থাকবে। ফি’লটি هُوَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের পুরুষবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে; অন্যদিকে ফি’লটি هِيَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের স্ত্রীবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে।। ফা’ইল রফা স্ট্যাটাসের একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে।

মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে। প্যাটার্ন-৬ এর সাথে প্যাটার্ন-৭ এর একমাত্র পার্থক্য হলো এখানে মুতাআল্লিক বিল ফি’ল মাফ’উলের আগে আসে।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো

মাফ’উলমুতাআল্লিক বিল ফি’লফা’ইলফি’ল
الْآيَاتِلَكُمُاللَّهُيُبَيِّنُ
নিদর্শনসমুহতোমাদের জন্যআল্লাহ্বর্ণনা করেন
آيَاتِهِلَكُمْ اللَّهُيُبَيِّنُ
তার নিদর্শনসমুহতোমাদের জন্যআল্লাহ্ বর্ণনা করেন
حَاشِرِينَفِي الْمَدَائِنِفِرْعَوْنُأَرْسَلَ
সংগ্রাহকদেরকেশহরেফেরাউনপাঠালো
أَمْثَالَهُمْلِلنَّاسِاللَّهُيَضْرِبُ
তাদের দৃষ্টান্তসমূহমানুষের জন্যেআল্লাহ্বর্ণনা করেন
مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا لَهُم اللَّهُأَعَدَّ
ক্ষমা ও মহাপুরষ্কারতাদের জন্যআল্লাহ্প্রস্তুত করেছেন
عَذَابًا شَدِيدًالَهُمْاللَّهُأَعَدَّ
কঠোর শাস্তিতাদের জন্যআল্লাহ্প্রস্তুত করেছেন
جَنَّاتٍلَهُمْ اللَّهُأَعَدَّ
স্বর্গোদ্যানসমূহতাদের জন্যআল্লাহ্প্রস্তুত করেছেন
لَآيَاتٍفِي السَّمَاوَاتِ وَالْأَرْضِاللَّهُخَلَقَ
নিদর্শনসমূহ আসমান ও যমীনেআল্লাহ্সৃষ্টি করেছেন

error: Content is protected !!
Scroll to Top