ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন -৮ : (ফি’ল+মাফউলুন বিহি) + মাফ’উল

প্যাটার্ন -৮ : (ফি’ল+মাফউলুন বিহি) + মাফ’উল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে তিনটি উপাদান থাকবে যথা ফি’ল, মাফ’উলুন বিহি ও মাফ’উল। মাফ’উলুন বিহি সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে এবং যার স্টেটাস নাসব হিসাবে পরিগণিত হবে।মাফ’উলুন বিহিও এক ধরণের মাফ’উল। যেহেতু ইহা সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে , তাই ইহাকে আলাদা করে নাম দেয়া হয়েছে।

মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো:

মাফ’উলফি’ল+মাফ’উলুন বিহি
أَسْفَلَ سَافِلِينَرَدَدْنَاهُ
হীনদের মধ্যে হীনতমেআমরা তাকে পরিণত করেছি
هَبَاءً مَّنثُورًا جَعَلْنَاهُ
বিক্ষিপ্ত ধূলিকণাআমরা তাকে বানিয়েছি
نُطْفَةًجَعَلْنَاهُ 
শুক্রবিন্দু রূপেআমরা তাকে বানিয়েছি
أُمَّةً وَسَطًاجَعَلْنَاكُمْ 
মধ্যপন্থী জাতিআমরা তোমাদের বানিয়েছি
خَلَائِفَجَعَلْنَاهُمْ 
প্রতিনিধিআমরা তাদের বানিয়েছি
الْأَسْفَلِينَجَعَلْنَاهُمُ
হীনআমরা তাদের বানিয়েছি
أَئِمَّةًجَعَلْنَاهُمْ
নেতৃবৃন্দআমরা তাদের বানিয়েছি
غُثَاءًجَعَلْنَاهُمْ
আবর্জনাআমরা তাদের বানিয়েছি
نُورًاجَعَلْنَاهُ 
এক আলোক/নূরআমরা এটিকে বানিয়েছি
قُرْآنًا عَرَبِيًّا جَعَلْنَاهُ
আরবী ভাষায় কুরআনআমরা এটিকে বানিয়েছি
أَبْكَارًاجَعَلْنَاهُنَّ 
চিরকুমারীআমরা তাদের বানিয়েছি
تَرْتِيلًارَتَّلْنَاهُ
ক্রমে ক্রমেআমরা একে আবৃত্তি করেছি
بَنِي إِسْرَائِيلَ ‎أَوْرَثْنَاهَا
বনী-ইসলাঈলকেআমরা এর উত্তরাধিকার করলাম
قَوْمًا آخَرِينَأَوْرَثْنَاهَا
অন্য এক জাতিকেআমরা এর উত্তরাধিকার করলাম
أَوَّلَ مَرَّةٍ خَلَقَكُمْ
প্রথম বারতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
أَطْوَارًاخَلَقَكُمْ 
স্তরে-স্তরেতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top