সারণি-৪
বাংলা | আরবি | বাংলা | আরবি |
---|---|---|---|
মালিক, অধিকারী (পুং) | ذُو، ذَا، ذِي | আগে | قَبْلَ |
মালিক, অধিকারী (স্ত্রী) | ذَاتُ | পরে | بَعْدَ |
মালিকগণ, অধিকারীগণ | أُوْلُوا، أُوْلِيَ | সময়, কাল | حِيْنَ |
পরিবার; জনজাতি | أَهْلُ | যখন (অতীতের জন্য) | إِذْ |
পরিবার; অনুসারী | آلُ | যখন (ভবিষ্যতের জন্য) | إِذَا |
মহিমান্বিত, দোষমুক্ত | سُبْحَانَ | তারপর, ফলে | ثُمَّ |
ভালো হয়েছে বা চমৎকার হয়েছে | نِعْمَ | তখন, সুতরাং | فَ |
কত নিকৃষ্ট!/খারাপ হয়েছে | بِئْسَ | বরং, তবে | بَلْ |
সন্দেহ | رَيْبٌ | নিকট, কাছে | عِنْدَ، لَدَى، لَدُنْ |
মন্দ | سُوْءٌ | অবশ্যই যদি | لَئِنْ |
অনুরূপ, সদৃশ | مِثْلُ | কিছুই নয়… শুধুমাত্র | إِنْ … إِلَّا |
উদাহরণ, সাদৃশ্য | مَثَلٌ، أَمْثَالٌ | কিছুই নয়… শুধুমাত্র | مَا … إِلَّا |
তার চেয়ে যিনি; যাদের থেকে | مِمَّنْ (مِنْ + مَنْ) | যেন না; যাতে না | أَلَّا (أَنْ + لَا) |
সমান, একই | سَوَاءٌ |
সারণি-৪ : কুইজ
“মালিক, অধিকারী (স্ত্রী)” এর আরবি শব্দ কোনটি?
“আগে” এর আরবি শব্দ কোনটি?
“মহিমান্বিত, দোষমুক্ত” এর আরবি শব্দ কোনটি?
“পরে” এর আরবি শব্দ কোনটি?
“অনুরূপ, সদৃশ” এর আরবি শব্দ কোনটি?
“তখন, সুতরাং” এর আরবি শব্দ কোনটি?
“তারপর, ফলে” এর আরবি শব্দ কোনটি?
“কী চমৎকার!, ভালো হয়েছে” এর আরবি শব্দ কোনটি?
“নিকট, কাছে” এর আরবি শব্দ কোনটি?
“অবশ্যই যদি” এর আরবি শব্দ কোনটি?
“মালিক, অধিকারী (পুং)” এর আরবি শব্দ কোনটি?
“মালিকগণ, অধিকারীগণ” এর আরবি শব্দ কোনটি?
“পরিবার; জনজাতি” এর আরবি শব্দ কোনটি?
“পরিবার; অনুসারী” এর আরবি শব্দ কোনটি?
“যখন (অতীতের জন্য)” এর আরবি শব্দ কোনটি?
“যখন (ভবিষ্যতের জন্য)” এর আরবি শব্দ কোনটি?
“বরং, তবে” এর আরবি শব্দ কোনটি?
“সন্দেহ” এর আরবি শব্দ কোনটি?
“মন্দ” এর আরবি শব্দ কোনটি?
“যেন না; যাতে না” এর আরবি শব্দ কোনটি?
আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।
Alhamdulillah
الحمدلله جميل
আলহামদুলিল্লাহ!!!
شكرًا
আলহামদুলিল্লাহ।
Alhamdulillah
Alhamdulillah
الحمدلله
Alhumdulillah
alhamdulliah
Alhamdulillah.
Alhamdulillah
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
alhamdulillah
আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !
তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !
কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !