অতীতকালের ফি’ল থেকে লুকায়িত সর্বনাম চিহ্নিতকরন

এই আয়াতের خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ (আল্লাহ্‌ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন।) মধ্যে خَتَمَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً (আর যখন আমি গৃহটিকে পুনঃপুন আগমনের স্থান বানালাম।) মধ্যে جَعَلْنَا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ (নিশ্চয়ই আমি আল্লাহর উপর ভরসা করেছি) মধ্যে تَوَكَّلْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ (আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি) মধ্যে آمَنَّا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ (তারা বলে, ‘আমরা তো শুধুই সংশোধনকারী’) মধ্যে قَالُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْ (তাদেরকে তুমি সতর্ক করো অথবা না করো – উভয়ই সমান) মধ্যে أَنْذَرْتَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ (অতএব তাদের ব্যবসা মুনাফা দেয়নি) মধ্যে رَبِحَتْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَمَا كَانُوا مُهْتَدِينَ (এবং তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না) মধ্যে كَانُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ (আল্লাহ তাদের আলো সরিয়ে দিয়েছেন) মধ্যে ذَهَبَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ (নিশ্চয়ই আমি তোমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি) মধ্যে آمَنْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ (এবং তিনি তাদের অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়েছেন) মধ্যে تَرَكَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ (হে আমার জাতি! নিশ্চয়ই তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছ) মধ্যে ظَلَمْتُمْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا (আর যখন তাদের উপর অন্ধকার নেমে আসে, তখন তারা দাঁড়িয়ে যায়) মধ্যে قَامُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَلَوْ شَاءَ اللَّهُ (আর যদি আল্লাহ ইচ্ছা করতেন) মধ্যে شَاءَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের لَذَهَبَ بِسَمْعِهِمْ (তিনি অবশ্যই তাদের শোনার ক্ষমতা কেড়ে নিয়েছেন) মধ্যে ذَهَبَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا (সে তার প্রভুর কথায় বিশ্বাস স্থাপন করেছিল) মধ্যে صَدَّقَتْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ (তারপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন) মধ্যে عَرَضَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের فَقَالَ أَنْبِئُونِي (অতঃপর তিনি বললেন, ‘আমাকে জানাও’) মধ্যে قَالَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের قَالُوا سُبْحَانَكَ (তারা বলল: আপনি পবিত্র’) মধ্যে قَالُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ (নিশ্চয়ই আমি এক সম্প্রদায়ের ধর্ম ত্যাগ করেছি) মধ্যে تَرَكْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ (এবং যখন আমরা ফেরেশতাদের বলেছিলাম) মধ্যে قُلْنَا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ (ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করল) মধ্যে سَجَدُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ (এবং যখন আমরা তোমাদের জন্য সমুদ্র বিভক্ত করেছিলাম) মধ্যে فَرَقْنَا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের إِنِّي آنَسْتُ نَارًا (নিশ্চয়ই আমি আগুন দেখেছি) মধ্যে آنَسْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ (তারপর তোমরা বাছুরকে গ্রহণ করেছিলে) মধ্যে اتَّخَذْتُمُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا (আর যারা কুফরি করেছে ও আমাদের নিদর্শনকে অস্বীকার করেছে) মধ্যে كَذَّبُوا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের أَنْعَمْتُ عَلَيْكُمْ (আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি) মধ্যে أَنْعَمْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি) মধ্যে فَضَّلْتُكُمْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ (নিশ্চয়ই তোমরা নিজেদের উপর জুলুম করেছ) মধ্যে ظَلَمْتُمْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ (এবং আমরা তোমাদের উপর তূর পাহাড় তুলে ধরলাম) মধ্যে رَفَعْنَا ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي (হে আমার প্রভু! নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি) মধ্যে ظَلَمْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ (আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি) মধ্যে أَسْلَمْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي (তুমি আমাকে ছাড়া অন্য ইলাহ গ্রহণ করেছ) মধ্যে اتَّخَذْتَ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ (হে আমার প্রভু! নিশ্চয়ই আমি আপনার উদ্দেশ্যে মানত করেছি) মধ্যে نَذَرْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ (নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম) মধ্যে سَمَّيْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের وَنَصَحْتُ لَكُمْ (আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি) মধ্যে نَصَحْتُ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

এই আয়াতের فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ (অতঃপর যখন সে তাদের ষড়যন্ত্র শুনল) মধ্যে سَمِعَتْ ফি’লের মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে?

16 thoughts on “অতীতকালের ফি’ল থেকে লুকায়িত সর্বনাম চিহ্নিতকরন”

  1. جزاك الله خيرا
    الحمد لله
    আল্লাহ আপনাদের সকল ভাল কাজ কবুল
    করুন । আমাদেরকে ও শিখার তৌফিক দিন ।
    আমিন ।

  2. আসসালামু আলাইকুম ।আলহামদুলিল্লাহ। নিজের বুঝার পরিধি যাচাইয়ের এটি একটি অনন্য প্লাটফর্ম।আল্লাহ যেন আপনাদের সকলকে এই কঠোর পরিশ্রমের উত্তম বিনিময় দান করেন এবং সেই সাথে কুরআনুল কারিমের সকল শিক্ষার্থীদেরকে ধৈর্য্য ধরে লেগে থাকার ও ভালোভাবে বোঝার তৌফিক দেন।

  3. Alhamdulillah, নিজেকে যাচাই করার উত্তম পন্থা। মহান রব এই টিমের প্রতিটি সদস্যকে সর্বোত্তম প্রতিদান দেন। আলহামদুলিল্লাহ আমার সবগুলোই সঠিক হয়েছে। জাযাকাল্লাহু খাইরান কাছিরা।

  4. আলহামদুলিল্লাহ ,প্র্যাকটিস পরীক্ষা দিতে পেরেছি এবং সবগুলোই সঠিক হয়েছে ।আপনাদের সমগ্র টিমের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি ।মহান স্রষ্টা আপনাদেরকে উত্তম প্রতিদান দেন।

  5. খাদিজা বেগম

    আলহামদুলিল্লাহ। যাদের ক্লাসের সাথে তাল মেলাতে একটু অসুবিধা হয় তাদের জন্য সুন্দর এই ব্যবস্থা। আল্লহতায়ালা আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

  6. আলহামদুলিল্লাহ ,প্র্যাকটিস পরীক্ষা দিতে পেরেছি এবং সবগুলোই সঠিক হয়েছে ।আপনাদের সমগ্র টিমের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি ।মহান স্রষ্টা আপনাদেরকে উত্তম প্রতিদান দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top