পবিত্র কুরআনুল কারীমে মা- (مَا) এর ব্যবহার

মা- (مَا) শব্দটির পবিত্র কুরআনুল কারীমে তিনটি ব্যবহার দেখা যায়। যথা :
১ না বোধক বাক্য গঠনে
২ সম্বন্ধসূচক সর্বনাম (Relative Pronoun) হিসাবে
৩ কি (What) যুক্ত প্রশ্নবোধক বাক্য গঠনে

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে মা- (مَا) শব্দটির পূর্বোক্ত তিন ধরণের ব্যবহার দেখবো :

১ না বোধক বাক্য গঠনে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
আর তোমরা যা করছো আল্লাহ্ সে-বিষয়ে
অনবগত নন I
وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেইوَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে
আসল না I
مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ
আমি মানব ও জিন জাতিকে আমার ইবাদাত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি Iوَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
আমি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী যা কিছু আছে অযথা সৃষ্টি করিনি Iوَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا

২ সম্বন্ধসূচক সর্বনাম (Relative Pronoun) হিসাবে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
আসমান সমূহ ও জমিনে যা আছে, তিনি তা
জানেন I
يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
তারা জানে যা তোমরা কর Iيَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে
জানত না I
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
এবং আমি ইবাদাতকারী নই, যার
ইবাদাত তোমরা কর I
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত Iوَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

৩ কি (What) যুক্ত প্রশ্নবোধক বাক্য গঠনে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর ?
مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ
করাঘাতকারী কি?مَا الْقَارِعَةُ
সুনিশ্চিত বিষয় কি?مَا الْحَاقَّةُ
আর কিসে তোমাকে বুঝতে দেবে
কি সেই বিচারের দিন?
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

1 comment

  1. আসসালামোআলাইকু ৷ আমি কোরআ রিড়িং পড়তে পারি ৷ কোরআন বুজে পড়ার জন্য কোর্স আছেনি প্রি অথবা পেমেন্ট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!