কর্মবাচ্যে (المبني للمجهول) কাজটি কে করছে (কর্তা/فاعل) সেটা উল্লেখ করা হয় না। বরং বাক্যের মূল কেন্দ্রবিন্দু হয় যার উপর কাজটির প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ: “তোমাদেরকে আরবি ব্যাকরণ শিখানো হয়েছে।” এখানে কে কাজটির কর্তা/فاعل (যে শিখাচ্ছে) তা উল্লেখ নেই; বরং কাকে শিখানো হচ্ছে তার উপরেই জোর দেওয়া হয়েছে। এ কারণে কর্মবাচ্যে কর্তা/فاعل না থেকে এর পরিবর্তে রফা (مرفوع) ফর্মে যে ইসম আসে তাকে নায়েবুল ফাই’ল (نائب الفاعل) বলা হয়। বাক্যের অন্যান্য অংশ আগের মতোই থাকে।
প্যাটার্ন-১: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + নায়েবুল ফাই’ল
নায়েবুল ফাই’ল মুতাআল্লিক বিল ফি’ল ফি’ল الْقِتَالُ عَلَيْكُمُ كُتِبَ যুদ্ধ তোমাদের উপর ফরজ করা হয়েছে شَفَاعَةٌ مِنْهَا لَا يُقْبَلُ কোন সুপারিশ তার পক্ষে কবুল করা হবে না عَدْلٌ مِنْهَا لَا يُؤْخَذُ কোন ক্ষতিপূরণ তার পক্ষে নেয়া হবে না كِتَابٌ كَرِيمٌ إِلَيَّ أُلْقِيَ একটি সম্মানিত পত্র আমাকে দেয়া হয়েছে حُبُّ الشَّهَوَاتِ لِلنَّاسِ زُيِّنَ কামনার আসক্তি (দ্বারা) লোকদের জন্য মনোরম করা হয়েছে الْقُرْآنُ فِيهِ أُنزِلَ কুরআন যাতে নাযিল করা হয়েছিল
প্যাটার্ন-২: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল
মুতাআল্লিক বিল ফি’ল ফি’ল إِلَيْكَ مِن رَّبِّكَ أُنزِلَ তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি নাযিল করা হয়েছে إِلَيْكَ مِن رَّبِّكَ أُوحِيَ তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ فُصِّلَتْ এক মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে সবিস্তারে বর্ণিত হয়েছে فِي الصُّورِ يُنفَخُ শিংগায় ফুঁক দেয়া হবে عَلَيْهِمْ يُتْلَىٰ তাদের কাছে এটা পাঠ করা হয় مِن قُبُلٍ قُدَّ সামনের দিক থেকে এটা ছিঁড়ে ফেলা হয়েছে مِن دُبُرٍ قُدَّ পেছনের দিক থেকে এটা ছিঁড়ে ফেলা হয়েছে مِنْهَا مِنْ ثَمَرَةٍ رُزِقُوا তা থেকে কোনো ফল দিয়ে তাদেরকে রিযিক দেওয়া হয়েছে
প্যাটার্ন-৩: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল
নায়েবুল ফাই’ল ফি’ল آبَاؤُهُمْ مَّا أُنذِرَ তাদের পূর্ব পুরুষগণকে সতর্ক করা হয়নি الرُّومُ غُلِبَتِ রোমানজাতি পরাজিত হয়েছে
প্যাটার্ন-৪: ফি’ল + বিবিধ
মুতাআল্লিক বিল ফি’ল নায়েবুল ফাই’ল ফি’ল عَلَيْهِ اسْمُ اللَّهِ ذُكِرَ এর উপর আল্লাহ্র নাম উচ্চারণ করা হয়েছে
ফি’ল মুতাআল্লিক বিল ফি’ল تُرْجَعُونَ إِلَيْهِ তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাঁর কাছেই
ফি’ল মাফউল (হাল) خُلِقَتْ كَيْفَ তাকে সৃষ্টি করা হয়েছে কেমন করে نُصِبَتْ كَيْفَ তাদের স্থাপন করা হয়েছে কেমন করে سُطِحَتْ كَيْفَ তাকে প্রসারিত করা হয়েছে কেমন করে رُفِعَتْ كَيْفَ তাকে তোলে রাখা হয়েছে কেমন করে