ক্রিয়াবাচক বাক্য গঠন-কর্মবাচ্য

কর্মবাচ্যে (المبني للمجهول) কাজটি কে করছে (কর্তা/فاعل) সেটা উল্লেখ করা হয় না। বরং বাক্যের মূল কেন্দ্রবিন্দু হয় যার উপর কাজটির প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ: “তোমাদেরকে আরবি ব্যাকরণ শিখানো হয়েছে।” এখানে কে কাজটির কর্তা/فاعل (যে শিখাচ্ছে) তা উল্লেখ নেই; বরং কাকে শিখানো হচ্ছে তার উপরেই জোর দেওয়া হয়েছে। এ কারণে কর্মবাচ্যে কর্তা/فاعل না থেকে এর পরিবর্তে রফা (مرفوع) ফর্মে যে ইসম আসে তাকে নায়েবুল ফাই’ল (نائب الفاعل) বলা হয়। বাক্যের অন্যান্য অংশ আগের মতোই থাকে।

প্যাটার্ন-১: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + নায়েবুল ফাই’ল 

নায়েবুল ফাই’ল মুতাআল্লিক বিল ফি’লফি’ল 
الْقِتَالُعَلَيْكُمُ كُتِبَ
যুদ্ধতোমাদের উপর ফরজ করা হয়েছে
شَفَاعَةٌمِنْهَا لَا يُقْبَلُ
কোন সুপারিশতার পক্ষে কবুল করা হবে না
عَدْلٌمِنْهَالَا يُؤْخَذُ 
কোন ক্ষতিপূরণতার পক্ষেনেয়া হবে না
كِتَابٌ كَرِيمٌإِلَيَّأُلْقِيَ
একটি সম্মানিত পত্রআমাকে দেয়া হয়েছে
حُبُّ الشَّهَوَاتِلِلنَّاسِ زُيِّنَ
কামনার আসক্তি (দ্বারা) লোকদের জন্যমনোরম করা হয়েছে
الْقُرْآنُفِيهِ أُنزِلَ
কুরআন যাতে নাযিল করা হয়েছিল

প্যাটার্ন-২: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফি’ল 
إِلَيْكَ مِن رَّبِّكَأُنزِلَ
তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি নাযিল করা হয়েছে
إِلَيْكَ مِن رَّبِّكَأُوحِيَ
তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে
مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ فُصِّلَتْ
এক মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ হতেসবিস্তারে বর্ণিত হয়েছে
فِي الصُّورِيُنفَخُ
শিংগায় ফুঁক দেয়া হবে
عَلَيْهِمْيُتْلَىٰ
তাদের কাছেএটা পাঠ করা হয়
مِن قُبُلٍقُدَّ
সামনের দিক থেকে এটা ছিঁড়ে ফেলা হয়েছে
مِن دُبُرٍقُدَّ
পেছনের দিক থেকেএটা ছিঁড়ে ফেলা হয়েছে
مِنْهَا مِنْ ثَمَرَةٍرُزِقُوا
তা থেকে কোনো ফল দিয়ে তাদেরকে রিযিক দেওয়া হয়েছে

প্যাটার্ন-৩: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল

নায়েবুল ফাই’ল ফি’ল 
آبَاؤُهُمْ مَّا أُنذِرَ
তাদের পূর্ব পুরুষগণকেসতর্ক করা হয়নি
الرُّومُ غُلِبَتِ
রোমানজাতি পরাজিত হয়েছে

প্যাটার্ন-৪: ফি’ল + বিবিধ

মুতাআল্লিক বিল ফি’লনায়েবুল ফাই’লফি’ল
عَلَيْهِاسْمُ اللَّهِ ذُكِرَ
এর উপরআল্লাহ্‌র নাম উচ্চারণ করা হয়েছে
ফি’লমুতাআল্লিক বিল ফি’ল
تُرْجَعُونَإِلَيْهِ 
তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবেতাঁর কাছেই
ফি’লমাফউল (হাল)
خُلِقَتْكَيْفَ
তাকে সৃষ্টি করা হয়েছেকেমন করে
نُصِبَتْكَيْفَ 
তাদের স্থাপন করা হয়েছেকেমন করে
سُطِحَتْكَيْفَ 
তাকে প্রসারিত করা হয়েছেকেমন করে
رُفِعَتْكَيْفَ
তাকে তোলে রাখা হয়েছেকেমন করে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top