লান না-ফিয়াতু লিল জিন্স/ لا النَّافِيَةُ لِلْجِنْسِ


লান না-ফিয়াতু লিল জিন্স

লান না-ফিয়াতু লিল জিন্স হলো এক বিশেষ ধরণের না-বোধক জুমলা ইসমিয়ার বাক্যের প্যাটার্ন। এই ধরণের বাক্যের দ্বারা চূড়ান্ত পর্যায়ের না বোঝানো হয় যার কোনো ব্যতিক্রম নেই।

সাধারণ পর্যায়ের না-বোধক বাক্যের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। উদাহরণস্বরূপ, কেউ ডায়েটে রয়েছে। তিনি যখন তার বন্ধুর বাড়িতে গেলেন, তখন তার বন্ধু কিছু খাবার খেতে দিল। তিনি জানালেন যে তিনি ডায়েটে আছেন তাই তিনি এই খাবারগুলো গ্রহণ করতে পারবেন না। তার বন্ধু বারবার অনুরোধ করলেন এবার খেয়ে নিতে, তারপর থেকে ডায়েট করতে। বন্ধুর বারবার অনুরোধে শেষ পর্যন্ত সেই খাবার খেয়ে নিলেন।প্রথমে সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত সে খাবার খেয়ে নিলেন। স্থান, সময় এবং ব্যক্তির উপর ভিত্তি করে এই ধরনের না-বোধক বাক্যের ব্যতিক্রম আছে।

কিন্তু চূড়ান্ত পর্যায়ের না-বোধক বাক্যের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয় না। যেমন পূর্বোক্ত ক্ষেত্রে এই ব্যক্তি যদি তার বন্ধুকে লান না-ফিয়াতু লিল জিন্স ধরণের না করেন, তাহলে এই ব্যক্তি কোনো ভাবেই ডায়েটের বাইরে যাবে না যদিও তাকে অসংখ্য বার খাওয়ার অনুরোধ করা হয়।যখন আমরা শাহাদাতের কালিমা لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ পাঠ করি তখন “আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই” এই ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের না করি যা কক্ষনো, কোন অবস্থাতেই ব্যতিক্রম হয় না।

লান না-ফিয়াতু লিল জিন্স বাক্য গঠনের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে:

  • বাক্যটি لا দিয়ে শুরু হবে।
  • তারপর একবচন, Light, অনির্দিষ্ট এবং নাসব ফর্মের একটি ইসম আসবে।
  • তারপর বাকি অংশ আসবে।

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু লান না-ফিয়াতু লিল জিনসের উদাহরণ দেখবো :

বাকি অংশইসম
(একবচন, Light এবং নাসব)
لا
إِلَّا اللَّهُ إِلَٰهَ لَا
আল্লাহ ব্যতীত (কোনো) উপাস্য নেই
إِلَّا هُوَإِلَٰهَلَا
তিনি (আল্লাহ) ব্যতীত (কোনো) উপাস্য নেই
إِلَّا أَنْتَإِلَٰهَلَا
তুমি (আল্লাহ) ব্যতীত (কোনো) উপাস্য নেই
إِلَّا أَنَا إِلَٰهَلَا
আমি (আল্লাহ) ব্যতীত (কোনো) উপাস্য নেই
إِلَّا بِاللَّهِقُوَّةَلَا
আল্লাহ্ (শক্তি) ছাড়া (কোনো) শক্তিনেই
لَهُشَرِيكَلَا
তাঁর (জন্য) কোনো অংশীদারনেই
فِيهِرَيْبَلَا
এর মধ্যে(কোনো) সন্দেহ নেই
لَنَا عِلْمَلَا
আমাদের (কোনো) জ্ঞান নেই
فِي الدِّينِ إِكْرَاهَلَا
দ্বীনের মধ্যে(কোনো) জবরদস্তিনেই
فِي كَثِيرٍ خَيْرَلَا
অধিকাংশ (পরামর্শের) মধ্যে(কোনো) কল্যাননেই
لِكَلِمَاتِ اللَّهِ مُبَدِّلَ لَا
আল্লাহ্‌র বাণীর (কোনো)পরিবর্তনকারীনেই
لِكَلِمَاتِ اللَّهِ تَبْدِيلَلَا
আল্লাহ্‌র বাণীর(কোনো)পরিবর্তননেই
لَهُهَادِيَلَا
তার (জন্য)(কোনো) পথপ্রদর্শকনেই
لَهُكَاشِفَلَا
তার (জন্য)(কোনো) মোচনকারীনেই
لِفَضْلِهِرَادَّلَا
তার অনুগ্রহ রদ হবার নয়
لَهُمَرَدَّلَا
তার/এটার(কোনো) রদকারীনেই
لِحُكْمِهِمُعَقِّبَلَا
তাঁর হুকুমের(কোনো) প্রতিহতকারীনেই
بَيْنَنَا وَبَيْنَكُمُحُجَّةَلَا
আমাদের ও তোমাদের মধ্যে (কোনো) বিবাদ নেই

3 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!