পর্ব-২: মারিয়াম (আঃ) এর জন্ম

এই পর্বে সূরা আল ইমরানের নিম্নোক্ত ৩৫ ও ৩৬ নম্বর আয়াতের কিছু অংশ নেয়া হয়েছে :

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ ‎.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَىٰ وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَىٰ

এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৮ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ৪১৬৮ বার এসেছে :

আরবি শব্দ (বাংলা উচ্চারণ)অর্থ
১. إِذْ (ইয)যখন/When
২. قَالَت (ক-লাত)সে বললো/She said
৩. رَبِّ (রব্বি)আমার প্রভু/my lord
৪. إِنِّي (ইন্নী)নিশ্চয়ই আমি/Certainly I
৫. مَا (মা-)যা/What
৬. فِي (ফী)মধ্যে/in
৭. الْعَلِيمُ (আল আলীম)সর্বজ্ঞাত/All knowing
لَيْسَ (লাইছা)(সে) নয়/ (He is) not

মারিয়াম (আঃ) কীভাবে জন্মগ্রহণ করেছিলেন তার গল্পটি তার অনুপ্রেরণামূলক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় I পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ  অর্থাৎ ” ইমরানের (আঃ) স্ত্রী যখন বললো “

এই আয়াত থেকে আমরা নিম্নের দুটি শব্দ মনে রাখবো :
১ إِذْ যখন/When
২ قَالَت সে বললো/She said

এই আয়াতের পরের অংশে বলা হয় رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي অর্থাৎ ” আমার প্রভু! আমার গর্ভে যে আছে তাকে নিশ্চয়ই আমি তোমার জন্য মানত করলাম একান্তভাবে, অতএব আমার থেকে কবুল করো “

এই আয়াত থেকে আমরা নিম্নের চারটি শব্দ মনে রাখবো :
৩ رَبِّ আমার প্রভু/my lord
৪ إِنِّي নিশ্চয়ই আমি/Certainly I
৫ مَا যা/What
৬ فِي মধ্যে/in

এই আয়াতের পরের অংশে বলা হয় إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ অর্থাৎ ” নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত ” এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৭ الْعَلِيمُ সর্বজ্ঞাত/All knowing

অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পরবর্তী আয়াতে বলেন : فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَىٰ অর্থাৎ ” অতঃপর যখন তাকে/মারিয়াম (আঃ) প্রসব করলো সে/(ইমরানের (আঃ) স্ত্রী) বলল, হে আমার প্রভু ! আমি একে কন্যা প্রসব করেছি ” এই আয়াত থেকে আমরা আগে পেয়েছি এরকম তিনটি শব্দ রিভিউ করবো তা হলো قَالَت সে বললো/She said, رَبِّ আমার প্রভু/my lord এবং إِنِّي নিশ্চয়ই আমি/Certainly I

অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আয়াতের পরবর্তী অংশে বলেন : وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَىٰ অর্থাৎ ” আর আল্লাহ্ ভালো জানেন কি সে প্রসব করলো। সেই কন্যার মতো কোন পুত্রই যে নেই “ এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৮ لَيْسَ (সে) নয়/ (He is) not

যদিও ইমরানের (আঃ) স্ত্রী পুত্র না হয়ে কন্যাসন্তানের জন্মে বিস্মিত হয়েছিল, কিন্তু সেদিন কন্যা সন্তানের জন্মের তাৎপর্য আল্লাহ জানতেন এবং সে কে হবে।

নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)

Column-AColumn-B
لَيْسَযখন/When
সে বললো/She saidفِي
إِنِّيনিশ্চয়ই আমি/Certainly I
আমার প্রভু/my lordقَالَت
إِذْযা/What
সর্বজ্ঞাত/All knowingرَبِّ
مَا(সে) নয়/ (He is) not
মধ্যে/inالْعَلِيمُ

2 comments

  1. কিছুদিন যে কোনো এক জায়গায় আরবি শব্দগুলির বাংলা উচ্চারন লিখে দিলে যাদের একটু সমস্যা আছে, তারা উপক্রিত হতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!