এই পর্বে সূরা আল ইমরানের নিম্নোক্ত ৩৭ নম্বর আয়াতের কিছু অংশ নেয়া হয়েছে
كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৮ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ১৮৮৫ বার এসেছে :
আরবি শব্দ | অর্থ |
১ عِندَ (ইংদা) | সাথে/কাছে/নিকটে with |
২ رِزْقًا (রিযকন) | রিযিক/provision |
৩. قَالَ (ক-লা-) | সে বললো/He said |
৪. يَا (ইয়া) | হে/ও/O |
৫. هَٰذَا (হা-যা) | এটা/ইহা/this |
৬. هُوَ (হুয়া) | সে/এটা/he/It |
৭. إِنَّ (ইন্না) | নিঃসন্দেহে/Certainly |
৮ مَن (মান) | যে/যাকে /Who /Whom |
আমরা পর্ব -৩ এ জেনেছি যে হযরত যাকারিয়্যাকে (আঃ) তার ভাতিজি মারিয়ামের অভিভাবক হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই পর্বে মারিয়ামের (আঃ) কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিযিক আসা সম্পর্কে জানাবো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا অর্থাৎ ”যখনই যাকারিয়্যা তাকে দেখতে উপাসনাস্থলে প্রবেশ করতেন তিনি তার কাছে রিযিক দেখতে পেতেন । ” (৩:৩৭)
এই আয়াত থেকে আমরা নিম্নের দুটি শব্দ মনে রাখবো :
১ عِندَ সাথে/কাছে/নিকটে with
২ رِزْقًا রিযক/provision
এই আয়াতের পরের অংশে যাকারিয়্যা (আঃ) জিজ্ঞাসা করলেন قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا অর্থাৎ ” হে মরিয়ম! এ তোমার কাছে কোথা থেকে? ” এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :
৩ قَالَ সে বললো/He said
৪ يَا হে/ও/O
৫ هَٰذَا এটা/ইহা/this
এই আয়াতের পরবর্তী অংশে মারিয়াম (আঃ) জবাব দিলেন قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ অর্থাৎ ” তিনি বলতেন, “এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন। ” এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :
৬ هُوَ সে/এটা/he/It
৭ إِنَّ নিঃসন্দেহে/Certainly
৮ مَن যে/যাকে /Who /Whom
যেহেতু মারিয়াম (আঃ) তার সমগ্র জীবন আল্লাহর ইবাদতে উৎসর্গ করেছিলেন ফলস্বরূপ, আল্লাহ তার জন্য বিশেষ নিয়ামতের ব্যবস্থা করেছিলেন ।
নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)
Column-A | Column-B |
---|---|
قَالَ | রিযিক/provision |
নিঃসন্দেহে/Certainly | مَن |
رِزْقًا | এটা/ইহা/this |
যে/যাকে /Who /Whom | يَا |
هَٰذَا | সে বললো/He said |
হে/ও/O | عِندَ |
هُوَ | সে/এটা/he/It |
সাথে/কাছে/নিকটে with | إِنَّ |