পর্ব-৫: যাকারিয়্যা (আঃ) এর দোয়া

এই পর্বে সূরা আল ইমরানের নিম্নোক্ত ৩৮ ও ৩৯ নম্বর আয়াত নেয়া হয়েছে :

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖإِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ 

فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ ‎

এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৮ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ৭৩৪ বার এসেছে :

আরবি শব্দ (বাংলা উচ্চারণ)অর্থ
১. رَبَّهُ (রব্বাহু)তার রব/his lord
২. ذُرِّيَّةً (যুররিয়াতান)সন্তানসন্ততি/offspring
৩. إِنَّكَ (ইন্নাকা)নিশ্চয়ই তুমি/Certainly you
৪. سَمِيعُ (সামি-উ)শ্রবণকারী/hearer
৫. أَنَّ (আন্না)যে/that
৬. يَحْيَىٰ (ইয়াহইয়া)ইয়াহইয়া/Yahya (আঃ)
৭. كَلِمَةٍ (কালিমাতিন)কথা/words
৮. نَبِيًّا (নাবিয়ান)নবী/Prophet

মারিয়ামের (আঃ) কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিযিক পাঠানো দেখে যাকারিয়্যা (আঃ) অনেক অনুপ্রাণিত হলেন এবং নিজের জন্য একটি অলৌকিক ঘটনার দোয়া করার সিদ্ধান্ত নিলেন।এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ অর্থাৎ ”সেখানেই যাকারিয়্যা তাঁর পালনকর্তার নিকট দোয়া করলেন। “ এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ১ رَبَّهُ তার রব/his lord

যাকারিয়্যা (আঃ) দোয়া করলেন قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ‎ অর্থাৎ ”বললেন, হে, আমার রব , তোমার নিকট থেকে আমাকে একটি উত্তম সন্তান দাও -নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। “ এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :

২ ذُرِّيَّةً সন্তানসন্ততি/offspring
৩ إِنَّكَ নিশ্চয়ই তুমি/Certainly you
৪ سَمِيعُ শ্রবণকারী/hearer

পরবর্তী আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ অর্থাৎ ”যখন তিনি কামরার ভেতরে নামাযে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে। ” এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো

৫ أَنَّ যে/that
৬ يَحْيَىٰ ইয়াহইয়া/Yahya (আঃ)
৭ كَلِمَةٍ কথা/words

এই আয়াতের পরের অংশে বলা হয় وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ অর্থাৎ “আর তিনি হবেন সম্মানিত, সংযমী (নারীদের ব্যাপারে), এবং সৎকর্মশীল নবী।” এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৮ نَبِيًّا নবী/Prophet

যাকারিয়্যার (আঃ) দোয়া কবুল হওয়ার সুসংবাদ দিতে ফেরেশতারা আসলেন এবং পরবর্তীতে হযরত ইয়াহইয়া (আঃ) জন্মগ্রহণ করলেন।

নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)

Column-AColumn-B
رَبَّهُ (রব্বাহু)যে/that
সন্তানসন্ততি/offspringإِنَّكَ (ইন্নাকা)
أَنَّ (আন্না)তার রব/his lord
শ্রবণকারী/hearerكَلِمَةٍ (কালিমাতিন)
يَحْيَىٰ (ইয়াহইয়া)নবী/Prophet
নিশ্চয়ই তুমি/Certainly youسَمِيعُ (সামি)
نَبِيًّا (নাবিয়ান)ইয়াহইয়া/Yahya (আঃ)
কথা/words ذُرِّيَّةً (যুররিয়াতান)

3 comments

  1. পাশাপাশি বাংলা এবং ইংরেজি থাকায় বেশ helpful হচ্ছে।

  2. জাজাকাললাহু খইরান ফীদদারাইন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!